Virat Kohli

২০০৮ সালে ভারতীয় ক্রিকেটের আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে জায়গা করে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী কিশোর শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিলেন প্রথম একদিনের ম্যাচ খেলতে। এরপর কেটে গিয়েছে দেড় দশকের বেশী সময়। সেই সদ্য আঠারো পেরোনো কিশোর আজ পরিণত হয়েছেন বাইশ গজের দুনিয়ার এক মহীরুহ’তে। তিন ফর্ম্যাট মিলিয়ে পেরিয়েছেন ২৬ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন। ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেন্ডুলকরকে সিংহাসনচ্যুত করে ওয়ান ডে সর্বোচ্চ সংখ্যক শতরানের রেকর্ড গড়েছেন তিনি। ‘মাস্টার ব্লাস্টার’-এর ১০০ শতরানের মাইলস্টোনকেও তাড়া করছেন বিরাট। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে ৮০ শতরান। ক্রিকেটের মডার্ন মাস্টার আজ পা দিলেন ৩৬-এ। জন্মদিনে কোহলির জন্য শুভেচ্ছার ঝড় নেটদুনিয়ায়।

Read More: IPL 2025: নেতৃত্ব হাতছাড়া কোহলির, মরসুম শুরুর আগেই হৃদয় ভাঙছে RCB সমর্থকদের !!

গত কয়েকমাসে গতি কমেছে বিরাটের অশ্বমেধের ঘোড়ার। শ্রীলঙ্কা, বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। স্পিনের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। কঠিন সময় দ্রুত কাটিয়ে ফিরে আসুন কোহলি, জন্মদিনে বারবার এই প্রার্থনাই করতে দেখা গিয়েছে অনুরাগীদের। মহাতারকাকে নিজের কেরিয়ার থেকেই অনুপ্রেরণা খুঁজে নেওয়ার পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা। ২০১৯ থেকে ২০২২ অবধি শতরানহীন ছিলেন তিনি। কিন্তু ২০২২-এর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার ঠিক পরেই যেন খুলে গিয়েছিলো রানের লক-গেট। ২০২২-২৩-এর মধ্যে ১০টি শতরান করেছিলেন তিনি। হয়েছিলেন ওডিআই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ‘আত্মবিশ্বাসী বিরাটকেই চাই’ আবদার সমর্থকদের।

‘সব নিন্দুকদের মুখ বন্ধ করে কোহলি আবার ফিরে আসুন তাঁর বিধ্বংসী ছন্দে’ জন্মদিনে প্রার্থনা জানিয়েছেন এক নেটিজেন। ‘আসন্ন অস্ট্রেলিয়া সফরেই আমরা যেন পুরনো, নির্ভীক বিরাটকে দেখতে পাই। যাঁর আগ্রাসনের সামনে হাঁটু কাঁপত প্রতিপক্ষের’ লিখেছেন আরও একজন। ‘শুভ জন্মদিন বিরাট, আপনার একজন গুণমুগ্ধ হিসেবে চাইছি আরও অনেক বছর যেন আপনাকে উপভোগ করতে পারি’ আর্তি এক ভক্তের। সাধারণ সমর্থকদের পাশাপাশি বিরাটকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটদুনিয়ার একাধিক পরিচিত মুখ। মহম্মদ শামি লিখেছেন, “ভারতীয় দলের মেরুদণ্ড ও রান মেশিন বিরাট কোহলিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।” তাঁকে ‘গোট’ বা সর্বকালের সেরা আখ্যা দিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির সেরা ৫ ইনিংস, যা আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে তাজা হয়ে আছে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *