পুরুষদের এশিয়া কাপ ২০২৫ একেবারেই দোরগোড়ায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া চাইবে এবারের এশিয়া কাপের শিরোপা অর্জন করে নিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি কে ছাড়াই দীর্ঘদিন বাদে কোন মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়েছে। আর এশিয়া কাপের আগে নতুন লুকে চমক দিলেন হার্দিক পান্ডিয়া। বর্তমান সময়ের ভারতের সেরা সাদা বলের অলরাউন্ডার তিনিই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিককে খেলতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই পৌঁছেছেন পান্ডিয়া সহ বাঁকি খেলোয়াড়রা। শুক্রবার থেকে শুরু করবেন মূল টুর্নামেন্টের প্রস্তুতি।
এশিয়া কাপের জন্য প্রস্তুত হার্দিক পান্ডিয়া

ভারতের হয়ে হার্দিককে শেষবার দেখা গিয়েছিল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত অলরাউন্ডিং প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। এরপর আইপিএলের মঞ্চেও পান্ডিয়ার প্রদর্শন ছিল বেশ ভালো। অন্যদিকে, সামনে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু মাঠের প্রস্তুতির পাশাপাশি হার্দিক যেন নিজের লুককেও একধাপ এগিয়ে নিয়ে যেতে চান। এশিয়া কাপের আগে তিনি নতুন হেয়ারস্টাইলে প্রকাশ্যে এসে যেন সবাইকে চমকে দিলেন। হার্দিকের নতুন হেয়ার কাটিংটা ঠিক এমনই – ছোট চুল করেছেন এবং বালির মতো সোনালি রঙ করা— যা তাকে আগের মতোই দারুণ স্টাইলিশ করে তুলেছে। নিজের এই ছবি প্রকাশ্যে এনে হার্দিক ক্যাপশনে লিখেছেন— ‘নতুন আমি।’ হার্দিকের ছবিটি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
নতুন লুকে হাজির হার্দিক

হার্দিকের এই নতুন লুক ইতিমধ্যেই নেটিজেনদের নজরে চলে এসেছে। ভক্তরা কেউ হার্দিকের হেয়ার কাটিংকে বেন স্টোকস (Ben Stokes) কিংবা নিকোলাস পুরানের (Nicholas Pooran) সঙ্গে তুলনা করেছেন। এক ভক্ত হাসির ছলে লিখেছেন, “ভাই, রাতে রেডিয়ামের মতো জ্বলে না, বাচ্চারা ভয় পাবে।” অন্য এক ভক্ত লিখেছেন, জাভেদ হাবিব হেয়ারস্টাইলিস্ট। এক ভক্ত লিখেছেন, “মাঠে হার্দিকের প্রচেষ্টা তার চেহারার সাথে মিলে যায়। পরিশ্রমী মানুষ।” আর এক ভক্ত লিখেছেন, “প্রথম দেখাতে আমার জয়শঙ্করের মতন মনে হয়েছিল।”
দেখেনিন টুইট