Yuzvendra Chahal: পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে অসাধারণ ম্যাচের এক পরিসমাপ্তি ঘটেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে অসাধারণ প্রদর্শন দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাটিং করতে এসে পাঞ্জাব কিংসের বানানো ১১১ রান তাড়া করতে এসেছে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। পাঞ্জাবের এই জয়ের মূল কান্ডারি হলেন তারকা স্পিনার জুজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তারকা স্পিনার জুজুবেন্দ্র চাহাল নাইট রাইডার্সের বিরুদ্ধে চার উইকেট নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন।
১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস দলের অংশ হয়ে উঠেছিলেন যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তবে, আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেলেন ভারতীয় দলের তারকা খেলোয়াড়। বল হাতে অষ্টম ওভারে চাহলকে বল তুলে দেন ক্যাপ্টেন আইয়ার। আর তাঁর স্পেলের চতুর্থ বলেই ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) প্যাভিলিয়নে ফেরান এবং তারপর থেকেই পুরো ম্যাচ ঘুরে যায়। এরপর আবার দশম ওভারে বোলিং করতে এসে প্রথম বলে অঙ্গকৃষ রঘুবংশীকে প্যাভিলিয়নে ফেরান চাহাল।
Read More: IPL 2025: “লজ্জা লাগা দরকার…” ১১২ তাড়া করতে ব্যর্থ KKR, ক্ষোভের আগুন জ্বলছে নেটমাধ্যমে !!
KKR’এর বিরুদ্ধে দারুন ছন্দ দেখালেন চাহাল

কলকাতা নাইট রাইডার্স দলের দুই বড় খেলোয়াড়দের প্যাভিলিয়নে ফেরান চাহাল। শ্রেয়স তার তুরুপের তাস জুজুবেন্দ্র চাহালকে পরস্পর তৃতীয় ওভারে বল তুলে দেন। আবার একবার ১২তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রিংকু সিং (Rinku Singh) ও রমনদীপ সিংকে (Ramandeep Singh) প্যাভিলিয়নে ফেরান। চাহাল নাইট রাইডার্স দলের বিরুদ্ধে কেবলমাত্র ২৮ রান দিয়ে ৪ গুরুত্বপূর্ণ তুলে নেন এবং তার প্রদর্শন দেখে বেশ খুশি হন মালকিন প্রীতি জিন্টা এবং তাকে জড়িয়ে ধরেন। তারপর থেকেই শুরু হয়েছে চর্চা।
এক ভক্ত লিখেছেন, “১৮ কোটি দিয়ে চাহালকে নেওয়া স্বার্থক হয়েছে।” অন্য একজনের দাবি, “প্রীতি জিন্টার থেকে জীবনের সেরা উপহার পেয়ে গেলেন চাহাল।” আবার একজনের দাবি, “KKR-এর ব্যাটসম্যানগুলিকে চাহাল আজ ধনশ্রী বলেই আউট করেছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “KKR-আর জয়ের মাঝে আবার চলে আসলো চাহাল নামের তান্ডব।”