“বল করলেই আউট…” ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !! 1

Virat Kohli: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। এই সিরিজে ভারতীয় দলের প্রদর্শন আপাতত বেশ ভালো। তবে ভারতীয় দল চাইবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে থাকতে। আজ কটকের বারাবতি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড (IND vs ENG)। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে ছিল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে কামব্যাক হয় বিরাট কোহলির (Virat Kohli)। প্রথম ম্যাচে চোটের কারণে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। হাঁটুর চোটের কারণে বিরাটকে খেলতে দেখা যায়নি। তবে, দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিলেন কোহলি।

কটকে ব্যার্থ হলেন কিং কোহলি

Virat kohli
Virat Kohli | Image: Twitter

যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jasiwal) বদলে আজ দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে শামিল হন বিরাট কোহলি। তবে, দীর্ঘদিন বাদে দলে ফিরে এসে চললো না বিরাটের ব্যাট। আবার একবার ইংল্যান্ড দলের স্পিনার আদিল রশিদের (Adil Rashid) বলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে কিং কোহলিকে। ৮ বলে কেবলমাত্র ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যার্থ হয়েছিলেন কোহলি। প্রত্যাশা থাকলেও আজ ব্যাট হাতে ব্যার্থ হন কোহলি।

আদিল রশিদের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে এই নিয়ে চতুর্থ বার নিজের উইকেট হারালেন কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে কভার ড্রাইভ মারতে গিয়ে উইকেট কিপার ফিলিপ সল্টের কাছে ক্যাচ দিয়ে দেন। দ্রুত উইকেট হারাতেই সমাজ মাধ্যমে হাসির পাত্র হয়ে উঠলেন কোহলি।

দেখনিন টুইট

Read Also: Virat Kohli: “ওকে মেরো না…” বিরাট কোহলির কাছে দৌড়ে এলেন এক ভক্ত, গার্ডকে করলেন অনুরোধ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *