“ফুরিয়ে এসেছে দিন…” বিরাটের ব্যর্থতা অব্যহত, সমাজ মাধ্যমে হলেন ট্রোল !! 1

আবার একবার ব্যার্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে বেশ স্বচ্ছন্দের মধ্যে আজ দেখাচ্ছিল। দ্রুত দুই উইকেট হারানোর পর ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি। তাকে আউট করার জন্য ক্যাপ্টেন প্যাট কামিন্স দলের তারকা পেসার স্কট বোল্যান্ডকে (Scott Boland) ফিরিয়ে আনেন। এই সিরিজে একাধিকবার বোল্যান্ডের বলে উইকেট হারিয়েছেন কোহলি। তারকা ব্যাটসম্যান ও তারকা পেসারের লড়াইয়ে জিত বারবার বোল্যান্ডের হয়েছে। কোহলি বারংবার অফ স্ট্যাম্পের লাইনে বোলিং করছিলেন অজি পেসাররা। আজ আবার সেই ফাঁদে পা দিলেন তারকা ব্যাটসম্যান এবং হারালেন নিজের উইকেট।

দলের স্কোর যখন ২ উইকেটে ১৭ তখন ক্রিজে ব্যাটিং করতে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড প্রথম বলে প্রায় ফাঁদে ফেলেছিলেন। কারণ বল বিরাটের ব্যাটের প্রান্তে লেগে যায় এবং দ্বিতীয় স্লিপে থাকা স্টিভ স্মিথের হাতে গিয়ে পৌঁছায় এবং স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে বলটি ধরেন এবং তার হাত থেকে ক্যাচটি উপরের দিকে উঠে যায় এবং মার্নাস লাবুশেনের হাতে গিয়ে পৌঁছায়। যদিও, কোহলির ভাগ্য ছিল সুপ্রসন্ন। তৃতীয় আম্পায়ার ক্যাচটিকে অবৈধ বলে ঘোষণা করেন। প্রথম বলেই কোহলি একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন পেয়েছিলেন।

অফ স্ট্যাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট বিরাট

Virat Kohli
Virat Kohli | Image: Twitter

তবে ৬৮ বল খেলার পর কোহলি আবার সেই একই ভুল করে ফেলেন। ৬৯তম বলে ড্রাইভের প্রচেষ্টায় বিরাট আবার তার উইকর্ত হারিয়ে ফেলেন। ৬৯ বল খেলে কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরনে কোহলি। তার এই পারফরমেন্সের পর আবার সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: “বসিয়ে রাখা ভালো…” কামব্যাক টেস্টেও ব্যার্থ শুভমান গিল, হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *