“আর খেলার প্রয়োজন নেই…” শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের করুন পরিণতির পর সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !! 1

Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার একবার তাসের ঘরের মতন ভেঙে পড়লো ভারতীয় দলের ব্যাটিং। একেরপর এক উইকেট হারিয়ে সিরিজ জয়ের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাটিং করতে এসে, ২৪৮ রান বানায়। ধীর গতির উইকেটে শ্রীলঙ্কা দলের হয়ে ১০২ বলে ৯টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৯৬ রানের ইনিংস খেলেন অবিস্কা ফার্নান্দো। তাছাড়া ৬৫ বলে ৫টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৪৫ রানের ইনিংস খেলেন।

দুই ওপেনার আউট হওয়ার পর দলকে সামাল দেন কুশল মেন্ডিস। প্রাক্তন শ্রীলঙ্কান ক্যাপ্টেন ৮২ বলে ৪টি চারের বিনিময়ে ৫৯ রান বানান। ভারতীয় স্পিন বোলারদের তৎপরতায় ভারতীয় দল শ্রীলঙ্কান বাঁকি ব্যাটসম্যানদের কম রানের মধ্যেই আটকে রাখে। ভারতীয় দলের হয়ে ৩ উইকেট নেন রিয়ান পরাগ, ১টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল, ওয়াসিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২৪৮ রানে শ্রীলঙ্কা দলের ব্যাটিং সমাপ্ত হলে রোহিত শর্মা ও শুভমান গিলের জুটি আবার পাওয়ার প্লের ফায়দা তুলতে শুরু করে দেয়।

২০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট

Virat Kohli
Virat Kohli | Image: Twitter

অধিনায়ক রোহিত শর্মা অল্প সময়ের মধ্যে চার-ছক্কার বিনিময়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পাওয়ার প্লের ভিতরে স্টেপ আউট করে মারতে গিয়ে উইকেট হারান শুভমান গিল। ১৪ বলে ৬ রান বানিয়ে আউট হন তিনি, এরপর স্পিনার দেখে বড় শট খেলার প্রবণতা জাগে রোহিতের মনে এবং বড় শট খেলতে গিয়ে তিনিও উইকেট হারিয়ে ফেলেন। ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফেরার পর ব্যাটিং করতে আসেন ঋষভ পন্থ, তবে পন্থ বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। অন্যদিকে, আজ বিরাটকে (Virat Kohli) বেশ ছন্দের মধ্যে দেখা গেলেও তিনি ১৮ বলে ৪টি চারের বিনিময়ে ২০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। বিরাট আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Virat Kohli: শ্রীলঙ্কা সিরিজেই ওডিআই থেকে বিদায় নিচ্ছেন রোহিত-বিরাট, গম্ভীরের বয়ানে হলো বড় খোলাসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *