“এভাবে ধোঁকা দিও না…” তৃতীয় টেস্টে আবার ব্যার্থ কোহলি, সমাজ মাধ্যমে হলেন বিরাট ভাবে ট্রোল !! 1

Virat Kohli: তৃতীয় দিনের শুরুতে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, ব্যাট হাতে সকালেই তিন উইকেট হারিয়ে ফেললো ভারতীয় দল। ব্রিসবেন গাব্বাতে ২০২০-২১ সালে ইতিহাস তৈরির পর এবার পুরোপুরি ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে রোহিত শর্মার (Rohit Sharma) কাছে। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিতের নেওয়া সিদ্ধান্তে জল ঢেলে দেয় বৃষ্টি। প্রথম দিনে ওভারকাস্ট কন্ডিশন হওয়ার কারণে রোহিতের বোলিং করার সিদ্ধান্ত নিলেও প্রথম দিনের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।

এরপর দ্বিতীয় দিনে শুরু হয় খেলা, ওপেনার খাজা ও ম্যাকসুইনিকে দ্রুত প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। এমনকি মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) দ্রুত আউট করেন নীতিশ রেড্ডি। তবে ভারতীয় দলের বিরুদ্ধে আবার শতরান হাঁকালেন স্টিভেন স্মিথ (Steven Smith) এবং ট্রেভিস হেড (Travis Head)। দুজনের মধ্যে ২৪১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, তবে এবার জসপ্রীত বুমরাহ ভারতের জন্য সফলতা নিয়ে আসেন। ভারত ম্যাচে ফিরে আসলেও অ্যালেক্স ক্যারি (Alex Carrey) ৭০ রান বানিয়ে অস্ট্রেলিয়াকে ৪৪৫ রান বানিয়েছেন।

সস্তায় আউট হলেন বিরাট কোহলি

Virat kohli
Virat Kohli | Image: Twitter

এরপর, জবাবে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), এমনকি তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন তারকা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill)। জয়সওয়াল ৪ ও গিল ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দলের প্রথম দুই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তাছাড়া, দলের হয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। তারকা পেসার কোহলিকে (Virat Kohli) আবার ড্রাইভ খেলতে আহবান জানান এবং আবার একবার ড্রাইভ করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। ১৬ বলে ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন কিং কোহলি। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান জলদি প্যাভিলিয়নে ফিরতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Virat Kohli: লাবুশেনকে প্যাভিলিয়নে ফেরালেন নীতিশ রেড্ডি, ভাইরাল বিরাট কোহলির সেলিব্রেশন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *