আবার একবার ব্যার্থ হলেন বিরাট কোহলি (Virat Kohli), সিরিজের শেষ ম্যাচে মাত্র ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হলো কিং কোহলিকে। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে কেবলমাত্র ৯ ইনিংসে ১৯০ রান বানাতে সক্ষম হয়েছেন। পার্থের প্রথম ম্যাচে কোহলি সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। তবে বাকি ম্যাচগুলোতে তাকে বিষন্ন দেখিয়েছে। সিরিজের শেষ ম্যাচেও তিনি দুইবার বোল্যান্ডের কাছে আউট হয়েছেন। অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে বারবার নিজের উইকেট হারিয়েছেন কোহলি। প্রথম ইনিংসেও একই ভুল করে বসেন তিনি। অফ স্ট্যাম্পের বাইরের বলটিতে ড্রাইভ করতে গিয়ে ৬৯ বলে ১৭ রানে সমাপ্ত হয়েছিল বিরাট কোহলির প্রথম ইনিংস।
ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সফরের পঞ্চম টেস্ট ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট তাসের ঘরের মতন ভেঙে পড়ে। দলের হয়ে সর্বাধিক ৪০ রান বানিয়েছিলেন পন্থ। এছাড়া রবীন্দ্র জাদেজার ২৬, বুমরাহের ২২ এবং শুভমান গেলে ২০ রানের বিনিময়ে ভারত ১৮৫ রানে তাদের ইনিংস সমাপ্ত করে। জবাবে ব্যাটিং করতে এসে অবশ্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও ভারতীয় পেস আক্রমণকে খেলতে ব্যার্থ হয়েছিল। অভিষেক করা বিউ ওয়েবস্টার সবথেকে বেশি ৫৭ রানের ইনিংসটি খেলেছিলেন। এছাড়া ৩৩ রানের ইনিংস দেখা যায় স্টিভেন স্মিথের থেকে। ১৮১ রানে সমাপ্ত হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন বুমরাহ ও নিতিশ কুমার রেড্ডি।
৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি
৪ রানের লিড নিয়ে ভারতীয় দল ব্যাটিং করতে আসে প্রথম ওভারেই চারটি চার দিয়ে দুর্দান্ত সূচনা করেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে দশ ওভারের মধ্যেই ভারত ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর ব্যাটিং করতে আসে শুভমান গিল এবং বিরাট কোহলি। তবে আবার একবার অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে নিজের উইকেট হারান বিরাট কোহোলি। একইভাবে বারবার আউট হওয়ায় সমাজ মাধ্যমে ট্রোলের স্বীকার হলেন তিনি।
দেখেনিন টুইট
Now Retirement talks will start again for Kohli 🥲 pic.twitter.com/ltGIH7ZrZ1
— Kshitij Kulshreshtha (@kshitijkulsh) January 4, 2025
Virat Kohli is angry and furious. He looks so disappointed.#ViratKohli𓃵 pic.twitter.com/ncCvjCmiLN
— Cricket News (@cricket_news_33) January 4, 2025
Same ball , same batsman & same attitude.
— Shashank S Tripathi (@AnalystShashank) January 4, 2025
Looking at all his dismissals you only feel Kohli getting himself out. To consistently get out the same fashion everytime is just sad.
— Anurag Rekhi (@Dravidict) January 4, 2025
Waiting for Star sports hard fought 6 runs by King Kohli commentary 🤡
— Sports & Politics Watch (@grajat341) January 4, 2025
6-8th Stump Terror from Osama Bin Chiku Ended atlast 😭 pic.twitter.com/jQwtw7eaDj
— Akash (@Akash03893128) January 4, 2025