“অবসর নিয়ে নাও…” প্রথম টেস্টে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো নিন্দার ঝড় !! 1

Virat Kohli: জমে উঠেছে ভারত ও অস্ট্রালরিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথমে ব্যাটিং করতে গিয়ে আক্রমণাত্মক হতে গিয়ে ৮ বলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। পাশাপশি, প্রথম ঘন্টার মধ্যেই উইকেট হারিয়ে ফেলেন দেবদত্ত পাডিক্কল। ২৩ বল খেলে কোনো রান না বানিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। ১১ তম ওভারের মধ্যে ১৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল।

৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

ভারতীয় সমর্থকদের নয়নের মনি বিরাট কোহলি (Virat Kohli) ব্যাটিং করতে আসেন। দ্রুত দুই উইকেট হারানোর পর কোহলির উপর ভরসা রেখেছিলেন ভক্তরা। ব্যাট হাতে বিরাটকে কিছুটা হলেও ব্যাকফুটে দেখাচ্ছিল, অজি পেস আক্রমণ থেকে বাঁচতে ক্রিজের বাইরে নিজেকে সজ্জিত করেছিলেন বিরাট। তবে পার্থের মাটিতে অসংযত বাউন্স বিরাটকে সমস্যায় ফেললো, পিছনের পায়ে খেলা বলটি সামনে পায়ে খেলেন কোহলি এবং জস হ্যাজেলউডের (Jos Hazlewood) দারুন একটি বলের শিকার হন।

১২ বল খেলে মাত্র ৫ রান বানিয়ে উসমান খাজার কাছে সহজ একটি ক্যাচ তুলে দেন। চলতি বছরে ভারতের জার্সিতে ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১০০’রানের গন্ডি টপকাতে ব্যার্থ হয়েছিলেন কোহলি। এমনকি আজকের প্রথম ম্যাচেও দ্রুত উইকেট হারালেন তিনি, কোহলির এই চরম ব্যর্থতার পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Virat Kohli: একই দলে কোহলি ও বাবর, জমজমাট ঘোষণায় উৎসবের হাওয়া ক্রিকেট দুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *