“চক্রব্যূহ ভাঙা কঠিন…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে সমাজের মাধ্যমে ট্রেন্ডিং বরুণ চক্রবর্তী !! 1

IND vs NZ: ক্যারিয়ারের দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলতে নেমে অসাধারণ প্রদর্শন দেখালেন বরুন চক্রবর্তী (Varun Chakravarthy)। ভারতীয় দলের তারকা স্পিনার আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। শেষ ম্যাচে (IND vs NZ) হর্ষিত রানার পরিবর্তে টিম ম্যানেজমেন্ট বরুন চক্রবর্তীকে সুযোগ দিয়েছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে রুদ্ধশ্বাস বোলিং প্রদর্শন দেখিয়ে ম্যাচ সেরার শিরোপা জয় করে নিয়েছেন তারকা স্পিনার। মাত্র একমাস আগেই বিসিসিআই যখন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রকাশ করেছিল তখন শীর্ষ ১৫ জনের তালিকায় নাম ছিল না বরুন চক্রবর্তীর। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ বোলিং প্রদর্শন দেখানোর পর টনক নড়ে ওঠে টিম ম্যানেজমেন্টের ও নির্বাচকদের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন বরুণ চক্রবর্তী

Ind vs nz
Varun Chakravarthy | Image: Getty Images

দুবাইয়ের পিচের কথা বিবেচনা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত স্পিনার বাছাই করে নিয়েছিল। জাতীয় দলে ভারতীয় দলের কিংবদন্তি পেসার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) পরিবর্তে ভারতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পান বরুন চক্রবর্তী। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি বরুন। তবে আজকের ম্যাচে সুযোগ পেতেই ৫ উইকেট ছিনিয়ে নিয়েছেন তারকা স্পিনার।

আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতকে প্রথমে ব্যাটিং করার আবেদন জানিয়ে শুরুতেই ভারতীয় টপ অর্ডার তছনছ করে দেয় কিউই’ বোলাররা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারের মধ্যেই ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। দলের দায়িত্ব এসে দাঁড়ায় শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলের কাঁধে। দুজনের থেকেই অসাধারণ একটি পার্টনারশিপ দেখতে পাওয়া যায়। শ্রেয়াস আইয়ারের ৭৯, হার্দিক পান্ডিয়ার ৪৫ এবং অক্ষর প্যাটেলের ৪২ রানের বিনিময়ে ভারতীয় দল নিউজিল্যান্ডের সামনে ২৪৯ রান বানিয়ে ফেলে।

৪৪ রানে জয় পেল ভারত

IND VS NZ
IND vs NZ | Image: Getty Images

ভারতের আক্রমণাত্মক বোলিং লাইন অপের সামনে সম্পূর্ণ ভেঙে পড়ে নিউজিল্যান্ড দল। কিউই’ ব্রিগেড থেকে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। বাঁকি ব্যাটসম্যানদের মধ্যে কেউ ৩০ রানের গন্ডিও টপকাতে পারেননি। ২০৫ রানেই সমাপ্ত হয় নিউজিল্যান্ডের ব্যাটিং। হাই ভোল্টেজ ম্যাচে ৪৪ রানে জয় সুনিশ্চিত করলে ভারতীয় দল। ভারতের এই জয় অসাধারণ ভূমিকা রেখেছিলেন বরুণ চক্রবর্তী। ম্যাচ শেষে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং বরুণ।

দেখেনিন টুইট

Read Also: CT 2025 IND vs NZ: “এভাবেই এগিয়ে চলো…” কিউইদের হারালো ভারত, নেটিজেনদের ফোকাসে এখন সেমিফাইনাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *