IND vs ENG: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে ভারতীয় দল দীর্ঘ দিন বাদে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে ভারতীয় দলের তরুণ তারকা অর্ষদীপ সিং দুর্দান্ত বোলিং প্রদর্শনের ননুমা দেখিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের ২ উইকেট তুলে নিয়রছিল। যদিও, আজকের ম্যাচের ভারতীয় প্লেয়িং ইলেভেনে ছিল বড় চমক। ভক্তরা তারকা পেসার মহম্মদ শামিকে দলে দেখতে চেয়েছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর শামিকে অবশেষে ভারতীয় স্কোয়াডে দেখতে পাওয়া যায় যে কারণে তাকে দেখতে মরিয়া ছিল ভক্তরা। কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
দ্রুত ২ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন বরুণ চক্রবর্তী
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) রেকর্ড ভেঙেছেন তিনি। এখন টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠেছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)। ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অর্ষদীপ সিং আসতেই দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ইংলিশ দলের পিঠ ভেঙে দেন। তবে, ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার এবং ইনফর্ম হ্যারি ব্রুক (Harry Brook) বেশ ভালো ছন্দে দেখা যাচ্ছিল। ২.৫ ওভারে ১৭ রানে ২ উইকেট হারানোর পর দুজনের মধ্যে ২৭ বলে ৪৮ রানের পার্টনারশিপ হয়েছিল। তবে, বরুণ চক্রবর্তীর বল না বুঝতে পেরে উইকেট হারিয়ে ফেলেন ব্রুক এবং তার পর দুই বলের মাথায় বিধ্বংসী লিয়াম লিভিংস্টোনকে প্যাভিলিয়নে ফেরান। একই ওভারে দুই উইকেট নিয়ে সমাজ মাধ্যমে চর্চায় উঠে এসেছেন বরুণ চক্রবর্তী।
দেখেনিন টুইট
Too easy for Varun Chakravarthy. He knows Eden Gardens very well. It's his ground. pic.twitter.com/9lmzEn4Yo4
— R A T N I S H (@LoyalSachinFan) January 22, 2025
varun chakravarthy pic.twitter.com/5jH3NxKIsX
— कृष्णा 🥀 (@iiamkrshn) January 22, 2025
https://x.com/mufaddal_vohra/status/1882070464866222322
https://x.com/katthikathir/status/1882070480708071804
Ducks for RCB blood Phil Salt and Livingstone mf they can't play Varun Chakravarthy at Eden garden how these guys play noor ahmed and jadeja ashwin at chepauk pic.twitter.com/Rzf2yGD0Sd
— 𝑃𝑖𝑘𝑎𝑐ℎ𝑢☆•° (@11eleven_4us) January 22, 2025
Need to buy Varun Chakravarthy in next auction he is bullying RCB players.😂 pic.twitter.com/dNAMXCaoJ2
— कट्टर INDIA समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) January 22, 2025