"অসম্ভব বলে কিছুই নেই..." দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

World Cup 2025: রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস গড়লো ভারতীয় মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫২ রানে জিতে প্রথমবারের মতো মহিলা ওডিআই বিশ্বকাপের শিরোপা জিতল হারমানপ্রীত কৌরের (Harmanpreet Kaur) টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ২ ঘন্টা দেরিতে শুরু হয়েছিল মেগা ফাইনাল। আবার একবার মেগা ফাইনালে টস হারেন ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) ও শেফালী ভার্মা (Shefali Verma) গড়েন ১০৪ রানের জুটি। শেফালী খেলেন অনবদ্য ৮৭ রানের ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। পাশাপশি, স্মৃতি মন্ধনার ব্যাট থেকে এসেছিল ৪৫ রান।

বিশ্বকাপ জিতলো টিম ইন্ডিয়া

World cup 2025
Team India | Image: Getty Images

পাশাপশি, দীপ্তি শর্মা (Deepti Sharma) ৫৮ বলে অপরাজিত ৫৮ রানে দলকে বড় রান এনে দেন। রিচা ঘোষ (Richa Ghosh) শেষ দিকে ঝোড়ো ৩৪ রান যোগ করলে নির্ধারিত ৫০ ওভারে ভারত পৌঁছে যায় ২৯৮ রানে। জবাবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লওরা উলভার্ট একা লড়াই চালিয়ে যান সেঞ্চুরি করে, কিন্তু অন্যপ্রান্তে কেউ বড় রান না করায় ২৪৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট বানান ১০১ রান। তাছাড়া, ৩৫ রানের ইনিংস খেলেন অনিরী ডার্কসেন। ভারতের হয়ে বোলিংয়ে দীপ্তি শর্মা তুলে নেন ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন শেফালী ভার্মা ও ১ উইকেট নেন শ্রী চরণী। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

এটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ভারতের এই রুদ্ধশ্বাস জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা। আজকের ম্যাচ জেতার পর বেশ খুশি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এক ভক্ত লিখেছেন, “ছেলেরা পাক বা মেয়েরা দুটোতেই আমরা খুশি।” এক ভক্ত লিখেছেন, “অসম্ভবকে সম্ভব করে দেখালো টিম ইন্ডিয়া।” এক ভক্ত লিখেছেন, “অসম্ভব একটা জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা।” এক ভক্ত লিখেছেন, “ভারতীয় মহিলা দলের সূচনটা বেশ ভালোই হয়েছে।”

দেখেনিন টুইট

Read Also: World Cup 2025, IND W vs SA W MATCH REPORT: দীপ্তি শর্মার ম্যাজিকে নতুন ইতিহাস, প্রোটিয়াদের হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জয়ী ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *