“তোমার দিন শেষ…” ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ব্যার্থ ক্যাপ্টেন স্কাই, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !! 1

Suryakumar Yadav: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি বেশ জমে উঠেছে। কলকাতাতে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখানোর পর চেন্নাইতে ভারতীয় ব্যাটসম্যানদের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জয় এনেছিল ভারতীয় শিবিরে। তবে তৃতীয় ম্যাচে রাজকোটে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় দলকে। এরপর চতুর্থ ম্যাচে আবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছিনিয়ে নেয় ভারতীয় দল। যদিও চতুর্থ ম্যাচে ভারতের জয় নিয়ে প্রশ্ন তুলতে থাকেন প্রাক্তন ক্রিকেটাররা। আসলে চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে বাউন্সারে মাথায় লাগিয়ে ছিলেন শিবম দুবে (Shivam Dube)। যার কারণে দ্বিতীয় ইনিংসে তিনি আর ফিল্ডিং করতে আসেননি। আইসিসি (ICC) নতুন নিয়ম অনুযায়ী দুবের বদলে দ্বিতীয় ইনিংসে নেমেছিলেন হর্ষিত রানা (Harshit Rana)। আর তার দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে জয় ছিনিয়ে নেয় ভারত।

সিরিজ জুড়ে ব্যার্থ সূর্যকুমার

Suryakumar yadav
Suryakumar Yadav | Image: Twitter

অন্যদিকে আজ মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে একের পর এক বিধ্বংসী ইনিংস লক্ষ্য করা যাচ্ছে ব্যাটসম্যানদের থেকে। প্রথমেই ব্যাটিং করতে এসে ওপেনার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson) প্রথম বল থেকেই ছক্কা হাঁকিয়ে আজকের ম্যাচের সূচনা করেন। পাশাপাশি অভিষেক শর্মা (Abhishek Sharma) আজ দলের হয়ে দুরন্ত ব্যাটিং করছেন। সঞ্জুর মতনই তিনিও একের পর এক চার ছক্কার বন্যা শুরু করে দিয়েছেন। কেবলমাত্র ৩৭ বলেই পাঁচটি চার এবং দশটি ছক্কা হাঁকিয়ে শতরান বানিয়েছেন তিনি। পাশাপাশি তাকে সঙ্গ দিয়েছিলেন তিলক ভার্মাও (Tilak Varma)। ১৫ বলে ৩৭ রানে দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পরে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যাদব (Suryakumar Yadav)। চলতি সিরিজেই রীতিমতন ফর্ম হারিয়েছেন সূর্যকুমার।তবে আজ ভক্তরা ভেবেছিল স্কাইয়ের ব্যাট থেকে তার ঘরের মাঠে বড় ইনিংস দেখতে পাওয়া যাবে। তবে তিনি নিতান্তই ব্যর্থ আজও। ৩ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সূর্যকুমার যাদব তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: ৬, ৬, ৪, ৬, ৪…ওয়াংখেড়েতে তাণ্ডব অভিষেক শর্মা’র, শতরানের শৃঙ্গ ছুঁয়ে উচ্ছ্বাসে ভাসলেন তরুণ ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *