শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর মধ্যে আইপিএল ২০২৫ (IPL 2025) এর প্রথম ম্যাচটি। আইপিএল ইতিহাসে দুই জনপ্রিয় দল প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দীর্ঘ ১৮ বছর বাদে। এর আগে দুই দল ২০০৮ সালের প্রথম আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। আইপিএলের ইতিহাসের কথা বলতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে বেশ কয়েকটি ম্যাচ জয় বজায় রেখেছিল নাইট রাইডার্স। গত দুই মৌসুম ধরে কলকাতাকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল।
দুই নতুন অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে আইপিএল ২০২৫ এর (IPL 2025) মৌসম। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। ইডেন গার্ডেন্সে মূলত ব্যাটসম্যানদের জন্য খুবই পছন্দের একটি মাঠ। আজকের ম্যাচে আবারও একবার ওপেনিং এর ভূমিকায় কলকাতা নাইট রাইডার্স দলের তারকা অলরাউন্ডার সুনীল নারিনকে (Sunil Narine) দেখতে পাওয়া গেল। গত মৌসুমে নারীনের সঙ্গে ওপেনিং করতে দেখতে পাওয়া গিয়েছিল ফিলিপ সল্টকে (Philip Salt)। তবে এবারের আইপিএলে সল্টকে বিপক্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে। দক্ষিণ আফ্রিকান তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিককের (Quinton De Kock) সঙ্গে ওপেনিং করতে আসেন নারিন।
Read More: IPL 2025 CSK vs MI: নির্বাসিত হার্দিক, নেই বুমরাহ, চেন্নাইয়ের বিপক্ষে মুম্বই একাদশে নতুন মুখের ছড়াছড়ি !!
অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন নারিন

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ওভারে বোলিং করতে আসেন যশ হ্যাজেলউড। শুরুতেই তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক সূচনা করেন ডি কক। তবে, মাত্র চার রান বানিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন ডি কক। ক্রীজে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন রাহানে। প্রথম তিন ওভারে বেশ চাপের মধ্যে দেখা গিয়েছিল কলকাতা দলকে। তবে তারপর থেকেই যেন কলকাতার মাটিতে আতশবাজি মতন চার ছক্কা দেখা যাচ্ছিল। প্রথম ম্যাচেই কলকাতা দলের হয়ে অর্ধশত রানের ইনিংস খেললেন ক্যাপ্টেন রাহানে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভরসা রেখেছিলেন তিনি। ব্যাট হাতে ৩১ ম্যাচে ছয়টি চার এবং চারটি ছক্কায় ৫৬ রান বানান রাহানে। পাশাপাশি ওপেনিং করতে আসা সুনীল নারিন যেন পুরানো ছন্দ অব্যাহত রেখেছেন। গতবারের আইপিএলের টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনি। আজকের ম্যাচে ২৬ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কায় ১৬৯.২৩ স্ট্রাইক রেটে ৪৪ রান বানান তিনি। শেষমেষ রাসিক সালামের বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন নারিন। নারিনের বিধ্বংসী ব্যাটিং দেখে সমাজ মাধ্যমে চর্চা শুরু।
দেখেনিন টুইট
Well played, Sunil Narine! 🔥 A blistering 44 off 24 while opening—truly unstoppable!
— 𝐌𝐫.𝐑𝐚𝐣 𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭 (@Motivational__G) March 22, 2025
Narine can't buy a run after last IPL but becomes Hayden again in IPL.
— Bails&Bytes (@BailsNByte) March 22, 2025
Well played 🔥
— Tayyab Says🇵🇰🇵🇸 (@tayyab_ibn_adam) March 22, 2025
Out of form players bashing RCB, we seen this 🤣🤣
— Master Wayne🦇 (@Wayne_tweeps) March 22, 2025
Today’s innings was the perfect example of how he can change the game in the powerplay itself. Unorthodox, fearless, and effective!
— Nidhi (@poojakau1999) March 22, 2025