IPL 2025: "ভয় দেখিয়ে জিতবে..." রাজস্থানকে ৪৪ রানে পরাস্ত করলো হায়দ্রাবাদ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2025: রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ আইপিএলের ১৮ তম মৌসুমে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এবং রাজস্থান। আজকের ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা গিয়েছিল ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে যে কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। তবে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত একেবারেই সঠিক প্রমাণ হয়নি রাজস্থানের কাছে।

প্রথমে ব্যাটিং করতে এসে আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করে দেয় সানরাইজার্সের দুই ওপেনার ১১ বলে ২৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাশাপাশি, ট্রেভিস হেড (Travis Head) ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। গত কয়েক মৌসুম ধরে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে সময় কাটিয়েছেন ঈশান কিষান (Ishan Kishan), তবে এবছর সানরাইজার্স দলে এসেছেন ঈশান কিষান।

৪৪ রানে ম্যাচ জিতলো হায়দ্রাবাদ

ipl-2025-srh-vs-rr-match-report
SRH | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে ৪৭ বলে ১০৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলতে দেখা যায় ঈশান কিষানের ব্যাট থেকে। এছাড়া নীতিশ রেড্ডি (Nitish Reddy) ১৫ বলে ৩০ এবং হেঁরিখ ক্লাসেনের ১৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান বানায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক স্কোর বানিয়ে ফেললো সানরাইজার্স। হায়দ্রাবাদের বানানো এই পাহাড় সমান রান তাড়া করতে এসে শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল রাজস্থান। ৫০ রানের মধ্যেই তিনটি উইকেট হারানোর পর সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুড়েলের মধ্যে ১১১ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল।

রাজস্থানের হয়ে ব্যাট হাতে,  ৩৭ বলে ৭টি চার এবং ৪টি ছক্কায় ৬৬ রান বানান সঞ্জু। পাশাপাশি, ৩৫ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় সর্বাধিক ৭০ রানের ইনিংসটি এসেছিল জুরেলের ব্যাট থেকে। শেষের দিকে শিমরণ হেটমায়ারের ব্যাট থেকে ২৩ বলে ৪২ এবং ১১ বলে ৩৪ রানের ইনিংস দেখা গিয়েছিল শুভম দুবের ব্যাট থেকে। ২৪২ রানে শেষ হয় রাজস্থানের ব্যাটিং। ৪৪ রানে জয় সুনিশ্চত করলো সানরাইজার্স। দুর্দান্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে চর্চা শুরু।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: “আত্মবিশ্বাস যুগিয়েছে প্যাট…” ম্যাচের সেরা হয়ে অধিনায়ককে ধন্যবাদ জানালেন ঈশান কিষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *