৩০০ রান মাথায় রেখে ব্যাটিং করতে এসে আইপিএল ২০২৫-এর (IPL 2025) যাত্রা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দল এর আগে একটি করে ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচে রাজস্থানকে ৪৪ রানে পরাস্ত করেছে সানরাইজার্স। অন্যদিকে, দিল্লির কাছে ১ উইকেটে পরাজিত হয়েছিল লখনৌ দল। গত ম্যাচে ২৮২ রান বানানো সানরাইজার্স দল আজ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৯০ রান বানাতেই সক্ষম হয়েছে।
আজকের ম্যাচে টস জেতেন লখনৌ দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতেই সানরাইজার্স দলের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিল লখনৌ দলের বোলাররা। তৃতীয় ওভারেই শার্দূল ঠাকুর (Shardul Thakur) একই ওভারে অভিষেক শর্মাকে ৬ বলে ৬ রান বানান এবং ১ বলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয় ঈশান কিষানকে। ১৫ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স।
Read More: IPL 2025: “সবথেকে বড় ফ্রড…” লখনৌয়ের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট হারালেন ঈশান কিষান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
১৯০ রানে শেষ হয়েছে সানরাইজার্সের ব্যাটিং

যদিও ওপেনার ব্যাটসম্যান ট্রেভিস হেডের (Travis Head) ব্যাট আগকেও গর্জে উঠেছিল। পাওয়ার প্লের ভিতরে দুই উইকেট হারিয়ে ৬২ রান বানায় হায়দ্রাবাদ। পাওয়ার প্লের শেষ ওভারে তিন তিনটি জীবনদান পান হেড, তবে জীবন দান পেলেও ২৮ বলে ৫টি চার এবং ৩টি ছক্কায় ৪৭ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন। দলের হয়ে নীতিশ রেড্ডি (Nitish Reddy) ২৮ বলে ৩২ রান বানান। উইকেট কিপার হেনরিখ ক্লাসেন ১৭ বলে ২৬ রান বানিয়ে দুর্ভাগ্যজনক ভাবে নিজের উইকেট হারিয়ে ফেলেন।
মধ্য ওভারে স্পিন আক্রমণের বিরুদ্ধে ১৩ বলে ৫টি ছক্কায় ৩৬ রান বানান ঝাঁসি থেকে আগত অনিকেত বার্মা। শেষের দিকে ক্যাপ্টেন প্যাট কামিন্স ৪ বলে ১৮ রানের ইনিংস খেলেন এবং দলকে পৌঁছে দেন ১৯০ রানে। লখনৌ দলের হয়ে সবথেকে সফল বোলার হলেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। শার্দূল তাঁর স্পেলে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তাছাড়া, ১টি করে উইকেট পেয়েছেন আবেশ খান, দিগবেশ রাঠি, রবি বিষ্ণু এবং প্রিন্স যাদব। লখনৌএর দুরন্ত প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখনিন টুইট
I tod u na they are going to win LSG 🏆
— モンキー・D・ルフィ🤍 (@Mruthyuvu) March 27, 2025
SRH is the Virat Kohli of IPL. For Virat fans anything short of 100 means Virat haven't done anything. For SRH fans anything short of 250 means they haven't done anything.
— Baatein (@TeriMeriBaatein) March 27, 2025
SRH ne maare hain to 190 bhi kam lag rahe hain 🤣😂🤣😂
— राहुल (@rahulpassi) March 27, 2025
It is not impossible in this ground!
— Vignesh Prabhakaran (@vp_boardroom) March 27, 2025
Sunrisers Hyderabad has made a good total of 190 Lucknow will have a lot of difficulty in making the total, however the team has a lot of strength and will chase the runs pic.twitter.com/6TyXVIVWbD
— DEVENDRA YADAV (@Dkyadav_1) March 27, 2025