“গলি ক্রিকেটের ব্যাটিং…” গুজরাতের বিরুদ্ধে ১৫২ রানে গুটিয়ে গেল সানরাইজার্সের ইনিংস, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2025: হায়দ্রাবাদের মাঠে আজ মুখোমুখি হয়েছে সানরাইজার্স এবং গুজরাট টাইটান্স। দুই দলের লড়াইয়ে প্রথমে ব্যাটিং করতে এসে রীতিমতন চাপের মুখে পড়ে গিয়েছে সানরাইজার্স দল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। প্রথমে ফিল্ডিং করতে এসে দুরন্ত সূচনা করেন গুজরাট দলের বোলাররা। প্রথম ওভারে মোহাম্মদ সিরাজ সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ব্যাটসম্যান ট্রাভিস হেডকে প্যাভেলিয়ানে ফেরান। কেবলমাত্র ৮ রান বানিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। একটানা পঞ্চম ম্যাচে ছন্দ খুঁজে পেলেন না অভিষেক শর্মা। ১৬ বলে মাত্র ১৮ রান বানিয়ে সাজঘরে ফিরতে হয়েছিল তাকে। পাওয়ার প্লেতে কেবলমাত্র ৪৫ রান বানাতেই সক্ষম হয়েছিলেন সানরাইজার্স দলের ব্যাটসম্যানরা।

প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১০৬ রানের দুরন্ত ইনিংস এসেছিল ঈশান কিষানের ব্যাট থেকে। তবে গত তিন ইনিংসে রানের দেখা পাওয়া যায়নি  ঈশানের ব্যাট থেকে। আজকের ম্যাচেও রান বানাতে বেশ সমস্যা সম্মুখীন হতেও দেখা গিয়েছে তাকে। ১৪ বলে মাত্র ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। দলের হয়ে পাঁচে ব্যাটিং করতে ৩৪ বলে সর্বাধিক ৩১ রানের ইনিংসটি এসেছিল নীতিশ রেড্ডির (Nitish Reddy) ব্যাট থেকে।  উইকেট কিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen) ১৯ বলে ২৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ব্যাট হাতে অনিকেত ভার্মা ১৮ এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স ৯ বলে ২২ রানের দুরন্ত একটি ক্যামিও খেলেন।

গুজরাতের বিরুদ্ধে ১৫২ রানেই থমকে যায় সানরাইজার্সের ব্যাটিং। গুজরাত দলের হয়ে সর্বাধিক ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মোহম্মদ সিরাজ। পাশাপশি, দুটি করে উইকেট তুলে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং সাই কিশোর। গুজরাতের দুরন্ত বোলিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: ৩০০ দূর অস্ত, গুজরাতের বিরুদ্ধে ১৫২ তুলতেই কালঘাম ছুটলো সানরাইজার্স হায়দ্রাবাদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *