"ট্রফির ভাগ্য নেই..." সানরাইজার্সের সামনে ১৩৩ রানে শেষ হলো দিল্লির ইনিংস, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫’এর ১৮তম আসরের ৫৫তম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে।  হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উভয় দলই একে অপরের মুখোমুখি হয়েছে। ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই ওপেনার করুণ নায়ারকে (Karun Nair) প্যাভিলিয়নে পাঠান অধিনায়ক প্যাট কামিন্স।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলা এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার খুবই দুর্বল হয়ে পড়ে। দিল্লি দল মাত্র ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। ওপেনিং করতে এসে ডু প্লেসিসও ৩ রানে নিজের উইকেট হারিয়ে ফেলেন। ১০ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক পোরেল। ৭ বলে ৬ রানের স্কোরে প্যাভিলিয়নে ফেরেন অক্ষর প্যাটেলও (Axar Patel)। অষ্টম ওভারের শুরুতে ১৪ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় কেএল রাহুলকে (KL Rahul)। কঠিন সময়ে দলকে পুনরুদ্ধারের কাজ করেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। প্রথমে তিনি বিপ্রজ নিগমের সাথে ৩০ বলে ৩৩ রানের পার্টনারশিপ গড়েন। বিপ্রজ ১৭ বলে ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

শেষের দিকে দলের মান রক্ষা করেন আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ও স্টাবসের জুটি। দুজনের মধ্যে ৪৫ বলে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। আশুতোষ ২৬ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৪১ রানের তুফানি ইনিংস খেলেন এবং স্টাবস ৩৬ বলে চারটি চারের বিনিময়ে ৪১ রান বানান স্টাবস। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে ১৩৩ রান বানাতে সক্ষম হয়েছে। সানরাইজার্সের হয়ে সর্বাধিক তিন উইকেট পেয়েছেন ক্যাপ্টেন কামিন্স, ১টি করে উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট, হার্সাল প্যাটেল ও ঈশান মালিঙ্গা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: “গোয়েঙ্কার টাকা জলে…” পাঞ্জাবের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লো লক্ষ্ণৌ, পন্থদের দিকে কটাক্ষের তীর নেটজনতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *