"রাজনীতিটা বেশ ভালোই বোঝেন..." ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুলতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে সৌরভ গাঙ্গুলি !! 1

পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের (IND vs PAK) সম্পর্কের আরও পতন ঘটেছে। এক সূত্রের দাবি ছিল বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলবে না। যে কারণে এশিয়া কাপ হওয়া নিয়ে ছিল সংশয়। কিছুদিন আগেই এশিয়া কাপ নিয়ে এসিসি প্রধান মহসিন নাকভি ঢাকায় একটি সম্মেলন করেছিলেন। সেখানেই এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে হওয়া এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।

আসলে কিছুদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের (IND vs PAK)। ভারত সেই ম্যাচ থেলতে অস্বীকার জানিয়েছিল। এটা বিশ্বাস করা হচ্ছিল যে, WCL-এর মতনই হয়তো এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ম্যাচ প্রত্যাখ্যান করে হবে। তবে, আদতে সেটি হচ্ছে না এবং এশিয়া কাপে দুই দলকে একই গ্রুপে রাখা হয়েছে এবং দুই দলের কাছে ৩ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত। তাহলে এশিয়া কাপে খেলবে কেন? ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বোর্ডের দুই রকমের নীতির সমালোচনা করেছেন। বলেছেন, ”আমার মতে যদি খেলা না হয়, তাহলে কোথাও খেলা উচিত নয়।

Read More: “দ্বিপাক্ষিক সিরিজে না…” এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই, দাবি আজহারউদ্দিনের !!

সৌরভ গাঙ্গুলির বয়ান ঘিরে তোলপাড় শুরু

Sourav Ganguly | Image: Getty Images, সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের ক্রীড়াসূচি ঘোষিত হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে। এমনকি, ভারত বনাম পাক (IND vs PAK) ম্যাচ নিয়ে উঠে আসছে পহেলগাঁওয়ের সন্ত্রাস হামলার প্রসঙ্গ। এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাম্প্রতিক মন্তব্য যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। সৌরভ বলেছেন, ‘‘আমার এশিয়া কাপ নিয়ে কোনও আপত্তি নেই। খেলা চলতে থাকা উচিত। তবে, পেহেলগাঁওয়ের মতন ঘটনা না ঘটা উচিত। তবে খেলা বন্ধ হওয়া উচিত নয় সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি এবং তা থামাতেই হবে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, তবে খেলা চালু থাকা উচিত।’’ সৌরভের এই বয়ানে পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত সমাজ মাধ্যমে সৌরভের বয়ানের প্রসঙ্গে লিখেছেন, “কেন? এই কারণেই আমি ধোনিকে বেশি সম্মান করি… সে ক্রিকেট থেকে অবসর নিয়েছে এবং কেবল মূলধারায় আসার জন্য সে বাজে কথা বলে না..” অন্য এক ভক্ত লিখেছেন, “খেলাধুলা আমাদের কারণে, আমরা খেলার কারণে নই। এটা কোন ধরণের যুক্তি? আমি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা সমর্থন করি না।” আর এক ভক্ত লিখেছেন, “লজ্জাজনক বক্তব্য দাদা। তোমার কাছ থেকে আশা করা যায়নি…”

দেখেনিন টুইট

Read Also: Asia Cup 2025: “খেলাধূলা চলতে থাকা উচিৎ…” ভোলবদল সৌরভের, ভারত-পাক ম্যাচের পক্ষেই করলেন সওয়াল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *