“ঠক, চিটিংবাজ, সুবিধাবাদী লোক…” জন্মদিনেও রেহাই নেই সৌরভের, সমালোচকরা দিচ্ছে গালি !! 1

বাঙালির আস্থা বাঙালির গর্ব হলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ভারতীয় দলের এই কিংবদন্তি তারকা আজ ৫৪ বছর বয়সে পা দিয়েছেন। সৌরভের জন্মদিনে একেরপর এক বর্ষীয়ান কিংবদন্তিরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও আদর্শ ক্রিকেটার ছিলেন সৌরভ। ক্রিকেট জগতে নিজের ছাপ তৈরি করা সৌরভ গাঙ্গুলি ১৯৭২ সালের এই দিনে চণ্ডীদাস গাঙ্গুলি এবং নিরূপা গাঙ্গুলির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সৌরভ পিতা একজন মুদ্রণ ব্যাবসায়ী ছিলেন। তিনি কলকাতার প্রভাবশালী পরিবারের একজন সন্তান ছিলেন। সৌরভ শুরু থেকেই অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন, কিন্তু তাঁর বাবা তাঁকে এই নিয়ে কোনোদিনও গর্ব করতে দেননি।

ভারতের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন সৌরভ

Sourav Ganguly | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) সারা বিশ্ব জুড়ে তাঁর ভক্তরা ভারতীয় দলের ‘দাদা’ হিসেবে চেনেন। কিন্তু অত্যন্ত ধনী পরিবারের সন্তান হওয়ার কারণে তাঁর বাবা চণ্ডীদাস গাঙ্গুলি তাঁকে মহারাজ বলে ডাকতেন। পরবর্তীতে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট তাঁকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ বা কলকাতার রাজপুত্র উপাধিতে ভূষিত করেন। ১৯৯২ সালে ক্রিকেট জগতে আবির্ভাব হয়েছিল সৌরভের, তবে তাকে নিজেকে প্রমাণ করতে ৪ বছর সময় লেগে গিয়েছিল। ১৯৯৬ সালে দাদার দুরন্ত কামব্যাক তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সৌরভ ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। টেস্টে ৪৯টি টেস্টে সৌরভ নেতৃত্ব দিয়েছেন এবং ২১টি ম্যাচ জেতেন, ১৫টি ড্র করেন এবং ১৩টি ম্যাচে হারতে হয়েছে।

সৌরভ ভারতকে ১৪৬টি ওডিআই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে দল ৭৬টি জিতেছিল এবং ৬৫টি ম্যাচ হেরেছিল। সৌরভ দুই ফরম্যাটে ৪২১ ম্যাচে ৪১.৪২ গড়ে ৩৮টি শতরান ও ১০৬ বার অর্ধশতরানের দৌলতে ১৮৪৩৩ রান বানিয়েছেন। সৌরভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন একাধিক ক্রিকেটার সহ তাঁর ভক্তরা। তবে, সৌরভের জন্মদিনে আবার ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে। স্পেন থেকে শিল্প নিয়ে ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), তবে সেই শিল্প এখনও শুরু হয়নি। যে কারণে জন্মদিনে ট্রোল হতে হয়েছে সৌরভকে। পাশাপশি, সৌরভ গাঙ্গুলি আরজিকর কান্ডের ঘটনাটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছিলেন। যেটা নিয়েও বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে। আজ সৌরভের জন্মদিনে তাঁকে এইসব ঘটনার জন্য ট্রোলের সম্মুখীন হতে হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: Sourav Ganguly: জহুরীর চোখ মহারাজের! এই ৫ তারকা সৌরভের হাত ধরেই লিখেছে স্বপ্নের গল্প !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *