“DSP’কে দিয়ে চৌকিদারি করালে যা হয়…” নাইট ওয়াচম্যান হিসাবে ব্যার্থ সিরাজ, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !! 1

Mohammed Siraj: আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে আবার দেখা গেল ব্যাটিং ধ্বস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। দীর্ঘ ১২ বছরের ভারতের ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের দৌড় রথ থামিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এবার ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার গুরু দায়িত্ব নিয়েছে কিউই দল। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড দলকে ২৩৫ রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে পাঁচটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং চারটি উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

প্রথমে ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান ডেভন কনওয়ে প্রথমে নিজের উইকেট হারিয়ে ফেলেন। ক্যাপ্টেন ল্যাথাম ও ইয়ং এর মধ্যে ৪৪ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল তবে ওয়াসিংটনের সামনে আবার উইকেট হারান ল্যাথাম। দলের হয়ে ৮২ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল এবং ৭১ রান বানান উইল ইয়ং। ২৩৫ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ব্যাটিং। জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বেশ দারুন সূচনা দিয়েছিলেন। দুবার জীবনদান পেয়েও ১৮ রান বানিয়ে নিজের উইকে হারিয়ে ফেলেন রোহিত।

প্রথম বলে উইকেট হারালেন সিরাজ

siraj
Mohammed Siraj | Image: Twitter

রোহিত আউট হওয়ার পর শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। দ্রুত ৫৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে দুই তরুনের মধ্যে। তবে ৫২ বলে ৩০ রান বানিয়ে এজাজ প্যাটেলের বলে উইকেট হারান জয়সওয়াল। সময় বাকি থাকার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) ব্যাটিং করতে পাঠিয়ে দেয় আর সিরাজ ব্যাটিং করতে এসে প্রথম বলেই নিজের উইকেট হারিয়ে ফেলে। সিরাজের এই পারফর্মেন্সের পর নেটমাধ্যমে শুরু হয়েছে জল্পনা।

দেখেনিন টুইট

Read Also: IND vs NZ 3rd Test: “একেই বলে হারাকিরি…” রান-আউট কোহলি, দল’কে ডুবিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মুখে ভারতীয় তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *