“দো ভাই, দোনো তাবাই…” ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কৃষ্ণ-সিরাজ !! 1

ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে চলমান অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের দুর্দান্ত এই লড়াইয়ে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনের পর ভারতীয় দল ৫৪ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে, ২২৪ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৫৭ রানের ইনিংসটি খেলেছিলেন করুণ নায়ার (Karun Nair)। সবুজ উইকেটে এবং ওভারকাস্ট পরিবেশে ভারতীয় দলের ব্যাটিংকে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় ইংল্যান্ড দলের পেসাররা।

সিরিজে প্রথম ম্যাচ খেলে গাস আটকিনসন ৫টি উইকেট নিয়ে লাইমলাইটে উঠে আসেন। শুরুতেই তাসের ঘরের মতন সব উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর ব্যাটিং করতে আসে ইংল্যান্ড দল। ৫১.২ ওভারে ইংল্যান্ড গুটিয়ে যায়, ইংল্যান্ড ১০ উইকেটে ২৪৭ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের বানানো রানের থেকে ২৩ রান বেশি বানাতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। তবে, দ্বিতীয় টেস্টে বুমরাহের অনুপস্থিতিতে অসাধারন বোলিং প্রদর্শনের নমুনা দেখিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) দুজনেই। দুজনেই ৪টি করে উইকেট পেয়েছেন।

Read More: IND vs ENG: ভারত-ইংল্যান্ড ম্যাচ পাক জার্সি পরায় ঘাড়ধাক্কা সমর্থককে? সামনে এলো প্রকৃত তথ্য !!

কৃষ্ণ সিরাজের তান্ডবে অতিষ্ঠ ইংল্যান্ড

Ind vs eng
Team India | Image: Getty Images

কৃষ্ণ ও সিরাজের অসাধারণ যুগলবন্দিতে টিম ইন্ডিয়া আবার চালকের আসনে ফিরে আসে। ভারতীয় দলের এই দুই পেসারকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “একদিক থেকে মোহম্মদ ৪ উইকেট নিলো আর এক দিক থেকে কৃষ্ণ ৪ উইকেট নিলো।” অন্য এক ভক্ত লিখেছেন, “ভারতীয় দল দুর্দান্ত কামব্যাক করেছে, তার জন্যে সিরাজ ও কৃষ্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” এক ভক্তের দাবি, “বুমরাহ না থাকলে ৮০’এর দশকের ওয়েস্ট ইন্ডিজ হয়ে ওঠে এরা।” আর এক ভক্ত লিখেছেন, “সিরাজ ও কৃষ্ণ দুজনেই সেরা হয়ে উঠছেন আমরা ওদের জন্য গর্বিত।”

দেখেনিন টুইট

Read Also: IND vs ENG: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *