২০২৫-২৬ মৌসুমের জন্য নতুন বার্ষিক চুক্তির তালিকায় বড় পরিবর্তন আসতে চলেছে। আসন্ন আসন্ন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিসিসিআই’ (BCCI) এর ৩১তম বার্ষিক সাধারণ সভায় খেলোয়াড়দের চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) ভাগ্যে জুটতে পারে বিশাল প্রোমোশন। বর্তমানে গ্রেড’এ-তে রয়েছেন শুভমান গিল। আপাতত তিনি বার্ষিক ৫ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। তবে, গত কয়েক মাস আগেই তিনি ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন। পাশাপশি, টেস্ট ফরম্যাটে তাঁর ধারাবাহিকতা ও গুরুত্ব বিবেচনা করে বিসিসিআই তাকে গ্রেড এ+ এ উন্নীত করতে পারে বলেই সূত্রের খবর। গ্রেড এ+ ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা করে পেয়ে থাকেন।
বেতন বাড়ছে শুভমান গিলের

সূত্রের দাবি, শুভমান গিলকে আগামি মৌসুমে গ্রেড’ এ+ তালিকায় রাখা হতে পারে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং জসপ্রিত বুমরাহর (Jasprit Bumrah) সঙ্গে। উল্লেখ্য, ২০২৪/২৫ মৌসুমে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পাশাপশি এই দুজনই গ্রেড’ এ+ ক্যাটাগরিতে ছিলেন। টি- টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নেওয়া জাদেজা এখন শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে খেলছেন এবং রোহিত ও বিরাট শুধু ওডিআই ক্রিকেটই খেলছে। কেবলমাত্র বুমরাহ তিন ফরম্যাটেই সক্রিয় রয়েছেন, তবুও তিনি ওয়ানডে খেলছেন খুব সীমিতভাবে। শেষ ওডিআই ম্যাচটি তিনি ২০২৩’এর বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বেশি করে লক্ষ দিতে পারেন।
Read More: ‘বোমা নাকি গাঁজা কি নিয়ে…’, তল্লাশি মহসিন নকভির গাড়ি-বিশ্ব মঞ্চ মুখ পুড়ল পাকিস্তানের !!
তিন ফরম্যাটের ক্যাপ্টেন হবেন গিল

প্রসঙ্গত, ২০২৫ সালে দুই ফরম্যাটে ভারতের অধিনায়ক হন শুভমান গিল (Shubman Gill)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি প্রথমবার ওয়ানডে অধিনায়কত্ব করেন, যেখানে তিনি রোহিত শর্মার স্থলাভিষিক্ত হন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা জেতানোর পরও বিস্ময়করভাবে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় নির্বাচকরা। রোহিতের টেস্ট অবসরের পর গিলই পান লাল বলের অধিনায়কত্ব। ঋষভ পন্থ (Rishabh Pant) কিংবা জসপ্রিত বুমরাহকে (Jasprit Bumrah) পেছনে ফেলেই তিনি দেশের সর্বোচ্চ দায়িত্বে আসীন হন। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র করিয়ে নিজের নেতৃত্বগুণও প্রমাণ করেছেন তিনি। আপাতত দুই ফরম্যাটে তিনি ক্যাপ্টেনসি পেলেও তিনি হয়তো ২০২৬’এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সর্বফরম্যাটের অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব পেতে পারেন।