"T20 খেলারই যোগ্যতা নেই..." অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যার্থ শুভমান গিল, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। ওডিআই সিরিজে ব্যার্থতার পর ভারতীয় দলের লক্ষ হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ জয় করার। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে আবার একবার টস হেরেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়ম মাফিক অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্স (Mitchell Marsh) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভারতীয় দলের সূচনা টা একেবারেই ছিল জঘন্য। ওডিআই সিরিজে ব্যাট হাতে চরম ব্যার্থ হয়েছিলেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সেভাবে ছন্দে দেখা গেল না টি-টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন গিলকে।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ব্যার্থ শুভমান গিল

শুভমান গিল
Shubman Gill | Image: Twitter

ভারতীয় দলের তারকা খেলোয়াড় শুভমান গিল আজ আবার একবার কম রানে উইকেট হারিয়ে ফেলেছেন। ১০ বল খেলে গিলের সংগ্রহ ছিল মাত্র ৫ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের বাইরে সেভাবে সফল হতে পারেননি শুভমান গিল। এর আগে এশিয়া কাপের মঞ্চেও গিলের ব্যাট ছিল শান্ত। এশিয়া কাপের মঞ্চে শুভমান গিলের ব্যাট থেকে এসেছিল ১২৭ রান। ২১.১৬ গড় ও ১৫১’ এর স্ট্রাইক রেটে। বারবার ব্যার্থতার পরেও তাকে দলের একাদশে সুযোগ দেওয়া হচ্ছে। যা নিয়ে উত্তাল সমাজ মাধ্যম।

দেখেনিন টুইট

Read Also: “সূর্য উঠবে তবুও নাইট…” KKR-এ যাচ্ছেন না রোহিত শর্মা, রহস্যময় পোস্টে নিশ্চিত করলো মুম্বাই পল্টন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *