শুরুতেই উইকেট হারিয়ে ফেললেন ভারতীয় দলের তরুণ তারকা শুভমান গিল (Shubman Gill)। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে, অস্ট্রেলিয়া দল বেশ ভালো ব্যাটিং করেছে। পাওয়ার প্লের ভিতরেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছিলেন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা কুপার কলোনি। আজকেও ভারতের মাথা ব্যাথা হয়ে উঠেছিলেন ট্রেভিস হেড (Travis Head)। তবে, ৩৩ বলে ৫টি চার এবং দুটি ছক্কায় তিনি ৩৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। দ্রুত দুই উইকেট হারালেও ক্যাপ্টেন স্টিভেন স্মিথ (Steven Smith) গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। ৯৬ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ৭৩ রান বানান স্মিথ।
পাশাপশি, মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ২৯, জোশ ইংলিশ ১১, আলেক্স ক্যারি ৬১ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে পৌঁছে দেন। শুরুতে সমস্যায় দেখা গেলেও অজি ব্যাটসম্যানদের মিডিল ওভারে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট তুলে নেন মোহম্মদ শামি (Mohammed Shami)। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন জাদেজা ও বরুণ। সেমিফাইনালের বড় মঞ্চে ভারতের সামনে এই লক্ষমাত্রাটি কম মনে হলেও বড় ম্যাচের চাপ ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দেবে।
শুরুতেই উইকেট হারালেন শুভমান গিল

২৬৫ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করে এসে, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালু করেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুতেই দুইবার সুযোগ দিয়েছিলেন রোহিত তবে কলোনি এবং মার্নাস লাবুশেন। দুজনেই রোহিতকে দ্বিতীয় বারের জন্য সুযোগ দেয়। তবে, শুভমান গিল আজ আবার নক আউট স্টেজের ম্যাচে ব্যার্থ হলেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনালে জলদি উইকেট হারিয়ে ফেলেছিলেন শুভমান এবং আজকের ম্যাচেও জলদি প্যাভিলিয়নে ফেরেন। ১১ বল খেলে একটি চারের বিনিময়ে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান (Shubman Gill)। জলদি প্যাভিলিয়নে ফিরতেই সমাজ শুভমানকে নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Fraud player
Never scores in important matches— Aarav (@sigma__male_) March 4, 2025
I don't want this bloke anywhere near my beautiful team
Always fails in knock out , flat pitch merchant
— Pip (@PipSlays) March 4, 2025
One wicket for Australia, 2nd is on the way
— Rosesh (@roseshpoet) March 4, 2025
bro not trained for knockout games lol
— Master Wayne🦇 (@Wayne_tweeps) March 4, 2025
It's King kohlis day. He will hit a half century today. 🔥
— Sunny (@being_sunny1) March 4, 2025
It's King kohlis day. He will hit a half century today. 🔥
— Sunny (@being_sunny1) March 4, 2025