অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে আবার একবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। সদ্য ভারতীয় ওডিআই দলের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ভারত এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচটি পার্থের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর (ICC Champions Trophy 2025) পর থেকে ভারতীয় দলে অনেক পরিবর্তন এসেছে। আর এবার সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। মাত্র ২৫ বছর বয়সে গিলকে ভারতের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে এই ম্যাচটি ছিল তার প্রথম বড় পরীক্ষা। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে সেভাবে সফলতা আসেনি গিলের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ায় ব্যার্থ শুভমান গিল
তরুণ এই ব্যাটার হলেন দেশের ভবিষ্যৎ। এমনকি তিনিই এখন দলের নেতা। তবে তাঁর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে সমাজ মাধ্যমে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের ফলে ভারতীয় ওডিআই দলকে আরও শক্তিশালী দেখাচ্ছে। দীর্ঘ সাত মাসের বিরতির পর দুই তারকা ক্রিকেটার ফিরছেন জাতীয় দলে। তাদের অভিজ্ঞতা ও উপস্থিতি দলকে নিঃসন্দেহে মানসিক শক্তি জোগাবে। এখন দেখার পালা, শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল কেমনভাবে নতুন যাত্রা শুরু করে পার্থের সবুজ উইকেটে।
তবে আজকের ম্যাচে সেভাবে সফল হননি গিল। ব্যাট হাতে শুরু থেকেই বেশ চাপে ছিলেন তিনি। ১৮ বল খেলে মাত্র ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। তাঁর ব্যাট থেকে বড় রান দেখতে পাওয়া গেল না। ব্যাট হাতে তাঁর এই ব্যার্থতার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “কি করতে ওকে দলে নেওয়া হয়েছে ?” অন্য এক ভক্ত লিখেছেন, “এমন পারফরম্যান্স দেখানোর থেকে না খেলাটাই ভালো।”