এক অবিস্মরণীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। রুদ্ধশ্বাস এই ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত কামব্যাক করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের শুরুটা বেশ ভালোই করেছিল। পাকিস্তান দলের হয়ে দুই ওপেনার বেশ দুরন্ত সূচনা করেছিলেন। পাকিস্তানের দুই ওপেনারদের মধ্যে ৮৪ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। পাকিস্তানের পক্ষে থেকে অর্ধশতরান বানান সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan)। ১০তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে প্যাভিলিয়নে দেবেন ফারহান।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানটি বানান ফখর জামান (Fakhar Zaman)। ফখর ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ফখর আউট হতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং ইনিংস। ১২৬ রানে যেখানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান দল। এরপর মাত্র ১৪৬ রানের মধ্যে বাঁকি ছয় উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। টপ থ্রি ব্যাতিত বাঁকি পাকিস্তানি ব্যাটসম্যানরা সেভাবে রান বানাতে পারেননি। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে মাত্র ১৪৬ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রীত বুরমাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। ব্যাটিংয়ে নেমে শুভমান ১২ বলে ১০ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেছেন। সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।