“বসিয়ে রাখা ভালো…” কামব্যাক টেস্টেও ব্যার্থ শুভমান গিল, হলেন ট্রোলের শিকার !! 1

দলে ফিরে এসেও ব্যার্থ হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের তরুণ তারকা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের একজন শক্তিশালী খেলোয়াড় হয়ে উঠেছেন। তবে, দলের হয়ে আজ হয়েছেন ব্যার্থ। সিডনিতে অনুষ্ঠিত হওয়া পঞ্চম টেস্টে ভারতীয় দলে দেখা গিয়েছে বিপুল পরিবর্তন। প্রথমেই ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) আজকের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার বদলে দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আজকের ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন।

দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল, ক্যাপ্টেন রোহিতের জায়গায় শুভমান গিল দলে ফিরেছেন এবং আকাশ দীপের জায়গায় দলে জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতীয় দল আপাতত এই টেস্টটি জয়লাভ করে WTC ফাইনালের জন্য অপেক্ষা করবে। যদিও ভারতকে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের উপর নজর রাখতে হবে। এই প্রথম নয় আগেও ঘরের বাইরে ব্যার্থ হয়েছেন শুভমান গিল। গতবার সিডনি টেস্টে ৫০ ও ৩১ মোট ৮১ রান বানিয়েছিলেন শুভমান, তবে আজকের ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২০ রান। দুটি চারের বিনিময়ে এই স্কোর বানালেন শুভমান।

২০ রানে উইকেট হারালেন শুভমান

Shubman Gill
Shubman Gill | Image: Twitter

ভারতীয় দল শুরুতেই কেএল রাহুলকে হারিয়েছিল। ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি, এরপর গত ম্যাচে ভারতের হিরো যশস্বী জয়সওয়ালও ১০ রান বানিয়ে নিজের উইকেট হারিয়েছেন। পরস্পর দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে এসেছিল ভারত। তবে, এরপর কিং কোহলি এবং শুভমানের মধ্যে ১০৬ বলে ৪০ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু নাথান লিয়নের বলে স্লিপে থাকা স্টিভেন স্মিথের হাতে সহজ একটি ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান। তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: দেশের স্বার্থে আত্ম বলিদান দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা, শেষ টেস্টে নিলেন না খেলার সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *