“একে দল থেকে আগে বার করো…” তৃতীয় টেস্টে জলদি উইকেট হারালেন শুভমান গিল, সমাজ মাধ্যমে শুরু চর্চা !! 1

Shubman Gill: তৃতীয় দিনের শুরুতে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় দেখা গেল। দিনের শুরুতে ৪৪৫ রানে শেষ হয়েছিল অস্ট্রেলিয়া দলের ব্যাটিং। গতকাল ৪০৫ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। তবে, আজ দিনের শুরুতে বোলারদের জন্য বেশ সুবিধা দেখা যায় ‘ব্রিসবেন গাব্বাতে’। দ্বিতীয় দিনে বিস্ফোরক ব্যাটিং করেন অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড (Travis Head)। ব্যাট হাতে বিধ্বংসী ১৫২ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া চলতি সময়ের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় স্টিভ স্মিথ (Steven Smith) করেন ১০১ রান। গতকাল তৃতীয় সেশনে ব্যাটিং করতে আসেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি। এবং আজ ৭০ রান করে আকাশদীপের বলে শেষ আউট হন।

পাশাপাশি, অস্ট্রেলিয়া দলের হয়ে ওপেনার উসমান খাজা ২১, অধিনায়ক প্যাট কামিন্স ২০, মিচেল স্টার্ক ১৮, মারনাস ল্যাবুসেন ১২ রানে অজিদের গাড়ি ৪৪৫ রানে থেমেছে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলের হয়ে মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) পেয়েছেন ২টি সাফল্য। ১টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ (Akash Deep) ও নীতীশ রেড্ডি (Nitish Reddy)। ক্যাপ্টেন রোহিত দুই পরিবর্তন নিয়ে মাঠে নামেন তবে সুবিধা হয়নি ভারতের।

দিনের শুরুতে উইকেট হারালেন শুভমান

Shubman Gill,
Shubman Gill | Image: Getty Images

বৃষ্টি শেষ হওয়ার পর খেলা শুরু হলে দলটি প্রথম ধাক্কা খায়। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। যশস্বী প্রথম বলে চার মারেন এবং দ্বিতীয় বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে বসেন। জবাবে ব্যাটিং করতে এসে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিল (Shubman Gill) পরস্পর দুইজন আউট হয়েছেন। দ্বিতীয় বলে মাত্র ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল এবং ৩ বলে ১ রান বানিয়ে আউট হয়েছেন শুভমান গিল। ভারত ৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে। ভারতীয় দলের দ্রুত দুই উইকেট হারানোর পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Shubman Gill: “কুছ তো বাত হ্যায়…” ব্রিসবেনের গ্যালারিতে হাজির সারা তেন্ডুলকর, শুভমানকে খোঁচা নেটদুনিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *