“স্বপ্নের ফর্মে রয়েছে…” ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকালেন শুভমান গিল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

Shubman Gill: ভারত এবং ইংল্যান্ড (IND vs PAK) দল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুত। দুটি ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রইলো টিম ইন্ডিয়া। এখন রোহিত শর্মার বাহিনী চাইবে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে। ভারতীয় দল আজ তৃতীয় ম্যাচটি গুজরাতের বিখ্যাত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে খেলছে। গত ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন এবং শতরান হাকিয়ে তার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। পাশাপাশি প্রথম দুই ম্যাচেই অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)।

শতরান হাঁকালেন শুভমান গিল

Shubman gill
Shubman Gill | Image: Twitter

গত মাসে ইংল্যান্ড দল ভারতের সামনে ৩০০-এর বেশি রান বানিয়েছিল। তবে সহজেই ভারত সেই রান তাড়া করে ফেলে।। অন্যদিকে আজকে ম্যাচের কথা বলতে গেলে টস জিতেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। গত ১০ ওডিআই ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেনরা টস জিততে ব্যর্থ হয়েছেন। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বাটলার। এই মাঠে শেষবার টিম ইন্ডিয়াকে হারতে হয়েছিল ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজকের ম্যাচে প্রথমে উইকেট হারাতে হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে। দুই বলে কেবলমাত্র ১ রান বানিয়ে মার্ক উডের (Mark Wood) বলে প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিতকে। তবে আজকের ম্যাচে ছন্দে ফিরেছেন বিরাট কোহলি।

৫৫ বলে সাতটি চার এবং একটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট কোহলির এই ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তি দেবে ভারতীয় ক্রিকেট ভক্তদের। পাশাপাশি কোহলির কাছে এই ফর্মটি তাকে আরো বেশি আত্মবিশ্বাস জোগাবে। বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেল শুভমান গিলকে। আজকের ম্যাচে ১০২ বল খেলে ১৪ টি চার এবং তিনটি ছক্কায় ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। আপাতত এই সিরিজে সব থেকে বেশি রান তার নামেই রয়েছে। তার এই রুদ্ধশ্বাস পারফরমেন্স পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs ENG 3rd ODI: “বোঝা নেমে গেলো…” দাপুটে অর্ধশতক কোহলির, মহাতারকা ফর্মে ফেরায় স্বস্তিতে নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *