দলীপ ট্রফির দ্বিতীয় দফার ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এ এবং ভারত ডি। আপাতত শুভমান গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে ভারতে এ দলকে নেতৃত্ব দিচ্ছেন মায়ঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। অন্যদিকে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা বানাতে ব্যর্থ হওয়ায় ঘরোয়া ক্রিকেটে তাকে খেলতে দেখা যাচ্ছে। ভারতীয় দলের এই তুখর ব্যাটসম্যান আজ দলীপ ট্রফির মঞ্চে সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন। দলীপ ট্রফির তৃতীয় ম্যাচের কথা বলতে গেলে গতকাল শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল (Shubman Gill)।
দ্বিতীয় ম্যাচে ব্যার্থ শ্রেয়স
‘ভারত এ’ দল প্রথমে ব্যাটিং করতে এসে তাসের ঘরের মতন উইকেট হারাতে শুরু করে। কঠিন পরিস্থিতিতে দলকে সামাল দেন মুম্বইয়ের সামস মুলানি (Shams Mulani)। তার দুর্দান্ত ব্যাটিংয়ের দুলতে প্রথম দিনে ৮ উইকেটে ২৮৮ রান বানাতে সক্ষম হয় ভারত এ। তবে আজ সকালেই হার্ষিত রানার দুর্দান্ত বোলিংয়ে ভারত এ দল বাঁকি দুই উইকেট হারিয়ে ফেলে। ২৯০ রানেই শেষ হয় আগারওয়ালদের ব্যাটিং। অন্যদিকে রান তাড়া করতে এসে প্রথম ওভারেই খলিল আহমেদের বলে লেক বিফোর উইকেট হয়ে প্যাভেলিয়ানে ফেরেন অথর্ব টাইডে। এরপরেই ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন শ্রেয়াস আইআর (Shreyas Iyer)।
প্রথম ম্যাচে সানগ্লাস পরেই ব্যাটিং করতে এসেছিলেন শ্রেয়স এবং তৃতীয় ওভারের চতুর্থ বলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। খলিল আহমেদের বলে আকিব খানের কাছে সহজ একটি ক্যাচ তুলে দেন তিনি। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান বানিয়েছিলেন। তার এই দুর্বিষহ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে।
দেখেনিন টুইট
Selfless Iyer, he want other batsman to score runs that's why he got out early in this inning
— Adarsh Raj Verma (@Adarsh180745) September 13, 2024
its very good going for #DuleepTrophy match's., interesting…,
— Gowri Sankar S (@GowriS_Official) September 13, 2024
Chapri chasma Lagao na Sir 😔😔🥶
On duck with Chasma 🤣— MUmairAli (@MUAli804K) September 13, 2024
See the attitude.. Without scoring any single runs
— Ihsan Ali (@ihsankolachi786) September 13, 2024
Dug out paadhai indha pakkam iruku thalaivaraeee …
Shreyas Iyer 😂😂 pic.twitter.com/wCqSZuU4xo
— Cricspace (@raj_cricspace) September 13, 2024