আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগেই বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বেশ জলঘোলা হয়েছে আইসিসির সঙ্গে। অন্যদিকে ভারতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আপাতত দাপট দেখিয়ে ভারতীয় দল ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের শেষ দুই ম্যাচেও একই দাপট বজায় রাখার চেষ্টায় চতুর্থ ম্যাচে কিউইদের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারতীয় দল। নিউজিল্যান্ড ভারতের সামনে ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান বানিয়েছে। সেই রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma)। ভারতীয় দলের এই স্টার ক্রিকেটার এই সিরিজে দ্বিতীয় বার খাতা খুলতে ব্যর্থ হলেন। অভিষেক আউট হতেই সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হলো।
“অন্ধের মতন ব্যাট চালানো কাজ না…” চতুর্থ ম্যাচে গোল্ডেন ডাক অভিষেক শর্মার, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!