“আন্ডারগ্রাউন্ড হওয়ার সময় হয়েছে…” মেগা ফাইনালে গর্জে উঠলো রোহিত শর্মার ব্যাট, সমাজ মাধ্যমে ট্রলের মুখে শামা মোহম্মদ !! 1

কিছুদিন আগেই সমাজের মাধ্যমে শিরোনামে উঠে এসেছিলেন কংগ্রেসের নেত্রী শামা মোহম্মদ (Shama Mohammed)। আসলে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে আপত্তিজনক মন্তব্য করাতে সংবাদ শিরোনামে ছিলেন তিনি। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা কে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে বাজেভাবে ইঙ্গিত করেছিলেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত ব্যাটিংয়ের পর শামা আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। প্রসঙ্গত, রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় শামা লিখেছিলেন, “একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্তই মোটা, তার উচিত ওজন কমানোর। ভারতের হয়ে যারা সফল ক্যাপ্টেন হয়েছেন তাদের মধ্যে সবথেকে বাক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।” যদিও শামার এই বয়ানের পর সমাজ মাধ্যমে হইচই পরে গিয়েছিল।

মেগা ফাইনালে গর্জে উঠলো রোহিত শর্মার ব্যাট

Rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে ক্যাপ্টেনস নক দেখতে পাওয়া গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আবার একবার টস হারেন। কিউই দল টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে, ২৫১ রান বানাতে সক্ষম হয়েছিল তাদের নির্ধারিত ৫০ ওভারে। যার জবাবে ব্যাটিং করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে একেরপর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি লক্ষ করা গিয়েছে।

পাওয়ার প্লের ভিতরেই রোহিতের ব্যাট থেকে ৪৯ রান চলে এসেছিল এবং পাওয়ার প্লে শেষ হতেই নিজের অর্ধ-শতরান পূর্ণ করেন রোহিত। আইসিসির ফাইনালে প্রথম বারের জন্য ৫০’ রানের গন্ডি টপকালেন রোহিত। নিউজিল্যান্ডের বানানো ২৫১ রান তাড়া করতে এসে ৮৩ বলে রোহিত ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। রোহিতের খেলা অসাধারণ ইনিংসের পর সমাজ মাধ্যমে চর্চায় উঠে এসেছেন শামা।

দেখেনিন টুইট

Read Also: Rohit Sharma: “অসাধারণ অনুভূতি…” চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেরা বলেন ক্যাপ্টেন রোহিত শর্মা, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *