“সরফরাজ ধোঁকা দিয়া…” তারকা ক্রিকেটারের নামে উঠলো বড় অভিযোগ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ভারতীয় দলের তারকা ক্রিকেটার সরফরাজ খানের (Sarfaraz Khan) নামে উঠলো বড় অভিযোগ। সরফরাজ নাকি সত্যি সত্যি ধোঁকা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তারকা খেলোয়াড়ের নামে বড় অভিযোগ এনেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সদ্য সমাপ্ত হওয়া ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে পরাজয়ের পর ভারতীয় দলের অন্দরের গোলমালের খবর সামনে এসেছিল। প্রধান কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনীতে ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স দেখে নিয়েছিলেন একহাত। পাশাপশি, অস্ট্রেলিয়া সফরে ভারতের ড্রেসিং রুমের মধ্যে হওয়া গোলমালের কথাও ফাঁস হয়েছিল।

মেলবোর্নে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ভারত খুব সহজেই এই ম্যাচটি জয়ের দোরগোড়ায় পৌঁছাতে পারতো। তবে, ভারতীয় দলের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন। আর সেই পরাজয়ের পর সাজঘরে নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলেন গৌতম গম্ভীর। যার পর সাজঘরের মধ্যেই শুরু হয় বচসা। জানা গিয়েছিল, ঠিক সেই সময়েই নাকি ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন গম্ভীর। সেই খবর মিডিয়ার সামনে চুপিসারে কোনো এক ক্রিকেটার নাকি তুলে ধরেছিলেন।

ড্রেসিংরুমের খবর লটিয়েছেন সরফরাজ খান

Sarfaraz khan
Sarfaraz Khan | Image: Getty Images

জানা গিয়েছে, গৌতম গম্ভীর নাকি ভারতীয় ক্রিকেটের সরফরাজ খানের (Sarfaraz Khan) নাম নিয়েছেন। সরফরাজ নাকি মিডিয়াকে সাজঘরের কাহিনী জানিয়েছিলেন। যদিও সেসময় মিডিয়ার সামনে সবকিছু সমাল দিয়েছিলেন গম্ভীর নিজেই। তাকে সম্মেলনীতে সাজঘরের কথা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সেটিকে এড়িয়ে গিয়েছিলেন এবং সাজঘরের মধ্যের কথা সাজঘরের মধ্যেই রাখার কথা বলে দিয়েছিলেন। তবে, হঠাৎ করে সরফরাজের নাম সামনে উঠে আসতে সমাজ মাধ্যমে হইচই পরে গিয়েছে। ভারতীয় দলের তরুণ তারকা ক্রিকেটার এখন সমাজ মাধ্যমে ট্রেন্ডিং। তাকে নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে হাস্যরস।

দেখেনিন টুইট

Read Also: Sarfaraz Khan: “সরফরাজ খান যত নষ্টের গোড়া…” সকলের সামনে বেফাঁস মন্তব্য করলেন প্রধান কোচ গৌতম গম্ভীর, শুরু হইচই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *