“অপেক্ষার ফল…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান হাঁকালেন সরফরাজ খান, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

Sarfaraz Khan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ছন্দে ফিরলো টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে প্রথম ইনিংসে ভারতীয় দল কেবলমাত্র ৪৬ রানেই ১০ উইকেট হারিয়ে ফেলেছিল। এটি ছিল টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে ভারতের সর্বনিম্ন স্কোর। সাংবাদিক সম্মেলনেতে এসে ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন তিনি পিচ পড়তে ব্যর্থ হয়েছিলেন যে কারণে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

জবাবে ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড দল ৪০২ রান বানিয়ে ফেলে। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে ভারতীয় বংশোদ্ভূত রচীন রবীন্দ্র (Rachin Ravindra) শতরান হাঁকিয়েছিলেন। তার ব্যাট ১৩৪ রানের ইনিংস। পাশাপাশি ডিভন কনওয়ে দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক ৯১ রানের ইনিংসটি খেলেছিলেন। শেষের দিকে টিম সাউথির ব্যাটিংয়ের নিউজিল্যান্ড দল ৩৫৬ রানের লিড নিয়ে ফেলে।

১৫০ রান হাঁকালেন সরফরাজ

Ind vs nz, sarfaraz khan
Sarfaraz Khan | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে তৃতীয় দিন শেষে ভারতীয় দল ১২৫ রানে পিছিয়ে ছিল। বিরাট কোহলি ৭০ রানে নিজের উইকেট হারানোর পর গতকালের ম্যাচটির সমাপ্তি ঘটেছিল। তবে আজ সকালে ব্যাটিং করতে এসে সরফরাজ খান ও ঋষভ পন্থ মিলে গড়েন ১১৩ রানের জুটি। এই সময়ের মধ্যে ঋষভ পন্থ তার ১২তম টেস্ট হাফ সেঞ্চুরি করেন। তবে চিন্নাস্বামীতে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।

মধ্যাহ্নভোজনের বিরতির পর ভারত ৭১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান বানিয়ে ফেলে টিম ইন্ডিয়া। সেসময় ভারতীয় দল নিউজিল্যান্ডের চেয়ে ১২ রানে পিছিয়ে ছিল। আবার খেলা শুরু হলে নতুন বলে কিউই বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ঠেলে দিয়েছিলেন। কিন্তু এই ফাঁকে ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan) ১৯৫ বলে ৯টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ১৫০ রান বানিয়েক ফেলেন। তার এই দুর্দান্ত ইনিংসের পর ভারতীয় ভক্তরা সমাজ মাধ্যমে সরফরাজের বিস্তর প্রশংসা করেছেন।

দেখেনিন টুইট

Read Also: Sarfaraz Khan: রানআউটের হাত থেকে পন্থকে বাঁচতে ক্রিজে হঠাৎ লম্ফঝম্ফ সরফরাজের, নিমেষে ভিডিও হলো ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *