"আজ গোয়েঙ্কার হাত থেকে রেহাই নেই..." রাজস্থানের সামনে ১৮১ রানের লক্ষমাত্রা রাখলো লখনৌ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

আইপিএল ২০২৫-এর (IPL 2025) ৩৬তম ম্যাচটি আজ জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে, আর এই ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচে, অধিনায়ক ঋষভ পন্থ (Rishbah Pant) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে দলের সূচনা একেবারেই ভালো হয়নি। মাত্র ১৬ রানে ওপেনার মিচেল মার্শের উইকেট হারায় লখনৌ। ৬ বলে মাত্র ৪ রান করতে সক্ষম হন তিনি। এরপর ইনফর্ম নিকোলাস পুরানও (Nicholas Pooran) ১১ রানের ব্যক্তিগত স্কোর নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইনফর্ম নিকোলাস পুরান ও মিচেল মার্শ প্যাভিলিয়নে ফেরার পর ব্যাটিং করতে আসেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছন্দে ফেরা ঋষভ পন্থ।

১৮০ রানে শেষ হলো লখনৌয়ের ব্যাটিং ইনিংস

ipl 2025
Rishabh Pant | Image: Getty Images

তবে ব্যাট হাতে পন্থ আজ কিছুই করতে পারলেন না। ৯ বলে ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ২৭ কোটির পন্থকে। রাজস্থান রয়্যালসের  স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা পন্থকে সাজঘরে ফিরিয়ে দেন। ৫৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলা লখনৌ দলের হয়ে ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) এবং আয়ুশ বাদনীর (Ayush Badoni) মধ্যে ৭৬ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল।

Read More: IPL 2025: বিস্ফোরক বাটলারে বাজিমাত গুজরাতের, মরসুমের দ্বিতীয় হারের সম্মুখীন দিল্লী ক্যাপিটালস !!

দলের হয়ে সর্বাধিক ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান বানান এইডেন মার্করাম। পাশাপশি, আয়ুশ বাদনী ৩৪ বলে ৫টি চার ১টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। শেষের ডিজকে আব্দুল সামাদ ১০ বলে ৩০ রানের দারুন একটি ক্যামিও খেলেন। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালসের সামনে ৫ উইকেটে ১৮০ রান বানাতে সক্ষম হয় লখনৌ। ব্যাটিং উইকেটে লখনৌয়ের ব্যাটিং দেখে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: মার্করাম-বাদোনির জোড়া অর্ধশতকে রাজস্থানের বিপক্ষে ১৮০ রানে থামলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *