"আজকের এদের নাক কাটা যাবে..." রাজস্থানের সামনে ২১০ রানের লক্ষমাত্রা রাখলো গুজরাত, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  ১৮তম আসরের ৪৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (RR)। রুদ্ধশ্বাস লড়াইয়ে দুরন্ত প্রদর্শন দেখালেন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। তার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে গুজরাত টাইটান্স স্কোরবোর্ডে ২০০-এর বেশি রান বানাতে সক্ষম হয়েছে। আবার একটি ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলো শুভমানের। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুভমান ৫০ বলে ৯০ রান বানিয়েছিলেন। তবে আজ ৮৪ রানে সন্তুষ্ট থাকতে হয়েছে গিলকে।

জয়পুরের সাওয়াই মান সিং ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে রিয়ান পরাগ (Riyan Parag) বোলিং করার সিদ্ধান্ত নেন। এরপর গুজরাত দল দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে এবং ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৯ রান বানিয়ে ফেলে। অধিনায়ক শুভমান গিল এবং জস বাটলার (Jos Buttler) আগ্রাসী ব্যাটিং চালান। দুজনের ব্যাট থেকেই অর্ধশত রানের ইনিংস দেখা গিয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে আসা গুজরাট টাইটান্স শুভমান গিল এবং সাই সুদর্শনের জুটি থেকে ভালো শুরু করে। প্রথম উইকেটে তাদের মধ্যে ৯৩ রানের জুটি হয়েছিল। যা ভেঙে দেন শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিক্ষনা। ৩৯ রান বানিয়ে সুদর্শন আউট হলে ব্যাটিং করতে এসে জস বাটলার তাঁর পুরানো দলের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং চালালেন।

রাজস্থানের সামনে ২১০ রানের লক্ষমাত্রা রাখলো গুজরাত

Ipl 2025
Jos Buttler and Shubman Gill | Image: Getty Images

২৬ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫০ রান করে অপরাজিত ইনিংস খেলেন তিনি। গিল ও বাটলার তৃতীয় উইকেটে সম্মিলিতভাবে ৭৪ রান করেন। পাশাপশি, গুজরাতের হয়ে ওয়াশিংটন সুন্দর ১৩ রান করেন, আর রাহুল তেওয়াতিয়া ৯ রান করে আউট হন।  রাজস্থান রয়্যালসের হয়ে দুই উইকেট নেন মহেশ থেকশানা। জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মা একটি করে উইকেট পেয়েছেন। গুজরাতের দুরন্ত ব্যাটিং প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয় চর্চা।

এক ভক্ত লিখেছেন, “শুভমান গিল হলেন রাজস্থানের বাপ।” এক ভক্ত লিখেছেন, “এই সেই মূর্খ দল যারা বাটলারকে ছেড়ে হেটমায়ারকে দলে নিয়েছিল।” অন্য এক ভক্তের দাবি, “রাজস্থান এই মৌসুমেও ফিক্সিং করছে। তাদের বাদ দেওয়া উচিত।” অন্য এক ভক্ত লিখেছেন, “রাজস্থান দল বাকিদের ২ পয়েন্ট দিতেই খেলছে।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: প্লে অফের দরজা বন্ধ KKR’এর, নাইট ভক্তদের চোখের জলেই ফিরতে হচ্ছে রাহানেদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *