“অন্তিম সময় ঘনিয়ে এসেছে…” পাকিস্তানের বিরুদ্ধে ২০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

Rohit Sharma: পাকিস্তানের বিরুদ্ধে জমে উঠেছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই খুবই গুরুত্বপূর্ণ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতীয় দল প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তুমুল আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। আজকের ম্যাচটি ভারতের থেকে পাকিস্তানের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ম্যাচে ভারতের কাছে পরাজিত হলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে।

আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতেছে পাকিস্তান। দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে প্রথমে ব্যাটিং করেও স্বভাবসিদ্ধ রান বানাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে কেবলমাত্র ২৪১ রান বানাতে পেরেছে প্রতিপক্ষ দল ভারতীয় দলের বিরুদ্ধে। স্পিনাররা দুর্দান্ত ভূমিকা নিয়েছিলেন আজকের ম্যাচে। পাকিস্তান দলের হয়ে সব থেকে বেশি রান বানিয়েছেন সাউদ শাকিল। ব্যাট হাতে ৭৬ বলে পাঁচটি চারের বিনিময়ে ৬২ রান বানান শাকিল, এছাড়া ক্যাপ্টেন রিজওয়ান ৭৭ বলে ৪৬ রানের একটি ইনিংস খেলেন। শেষের দিকে খুসদিল শাহের ৩৮ রানের বিনিময়ে পাকিস্তানের একটি সম্মানজনক রান খাড়া করে।

রোহিতকে প্যাভিলিয়নে ফেরালেন শাহীন

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

রান তাড়া করতে এসে রোহিত শর্মা (Rohit Sharma) তার স্বভাবসিদ্ধ ব্যাটিং চালু করেন। প্রথম ওভারে শাহীন শাহ আফ্রীদিকে সম্মান দেন। তিনি তবে দ্বিতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে দেন তিনি। নাসিম শাহের ওভারে একটি চার ও একটি ছক্কা হাঁকান রোহিত। এরপর আবার নাসিম দ্বিতীয় ওভারে আবার একটি চার মারেন রোহিত। বাঁহাতী বোলারের বিরুদ্ধে রোহিত শর্মাকে বেশ সমস্যায় পড়তে দেখা যায় এবং আজকের ম্যাচেও শাহিন আফ্রিদি রোহিতকে রীতিমতন সমস্যায় ফেলে দিলেন। এর আগে রোহিত শর্মাকে বেশ কয়েকবার আউট করেছেন তিনি। আজকের ম্যাচে শাহীনকে স্টেপ আউট করে পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে একটি দুর্দান্ত শট খেলেছিলেন রোহিত তবে পরবর্তী বলেও দুর্দান্ত একটি ইয়র্কারে রোহিতকে প্যাভিলিয়নে ফেরান শাহীন। ১৫ বলে ২০ রান বানিয়ে আউট হন রোহিত। রোহিত (Rohit Sharma) আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Rohit Sharma: ছিটকে গেলো রোহিতের স্টাম্প, বাউন্ডারির বদলা ইয়র্কারে নিলেন শাহীন শাহ আফ্রিদি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *