Rohit Sharma: জমে উঠেছে ভারত এবং ইংল্যান্ডের (IND vs ENG) প্রথম ওডিআই ম্যাচ। আজকের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। প্রথমে ব্যাটিং করতে এসে রীতিমতন ছন্দপতন দেখা গিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পক্ষ থেকে। ইংল্যান্ড দলের দুই বিধ্বংসী ওপেনার আজকের ম্যাচের রান পেয়েছেন। ব্যাট হাতে, দ্রুত ২৬ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কা ৪৩ রানে পৌঁছে গিয়েছিলেন ফিলিপ সল্ট (Philip Salt)। তবে রান আউট হয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এরপর পাওয়ার প্লের ভিতরেই বেন ডাকেট (Ben Duckett) ৩২ এবং হ্যারি ব্রুক (Harry Brook) শূন্য রান বানিয়ে আজকের ম্যাচে অভিষেক করা হার্ষিত রানার (Harshit Rana) শিকার হয়েছেন।
ইংল্যান্ডের পক্ষ থেকে ক্যাপ্টেন জস বাটলার ৬৭ বলে ৫২ এবং জ্যাকব ব্যথাল ৬৪ বলে ৫১ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ২৪৮ রানে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে ভারতীয় দলের কথা বলতে গেলে দলের সর্বাধিক তিনটি করে উইকেট পেয়েছেন হার্ষিত রানা এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় দলের হয়ে আজ রান তাড়া করতে আসতে দেখা গিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। আজকের ম্যাচে হাঁটুর চোটের কারণে বাদ পড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। যে কারণে আজ ওপেনিং পজিশনে বদল দেখা যায়। ওডিআই ফরম্যাটে রোহিত শর্মা এবং শুভমান গিলকে (Shubman Gill) একসময় ওপেনিং করতে দেখা যেত। তবে আজকের ম্যাচে বিরাট কোহলি না থাকায় তিনে ব্যাটিং করতে এসেছেন শুভমান।
Read More: অভিষেক ম্যাচেই কামাল করলেন হার্ষিত রানা, এক ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট !!
২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত
ওডিআই অভিষেক করা যশস্বী জয়সওয়ালের কাছে আজকের দিনটি ভালো কাটলো না। ২২ বলে তিনটি চারের বিনিময়ে ১৫ রান বানিয়ে যশস্বী জোফরা আর্চারের (Jofra Archer) বলে কট বিহাইন্ড হয়েছেন। তারপরের ওভারেই ক্যাপ্টেন রোহিত শর্মা স্লোয়ার বল বুঝতে না পেরে নিজের উইকেট হারিয়েছেন। সাত বলে কেবলমাত্র ২ রান বানিয়ে রোহিতকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। ক্যাপ্টেন রোহিত লাগাতার ব্যর্থ হচ্ছেন এর আগে নিউজিল্যান্ড সিরিজে ও অস্ট্রেলিয়া সিরিজের নিতান্তই ব্যর্থ ছিল রোহিত। ভক্তদের ধারণা ছিল তার পছন্দের ওডিআই ফরমেটে তিনি ছন্দে ফিরবেন। তবে সেটি আজকে দেখা গেল না, জলদি উইকেট হারিয়ে ফিরতে সমাজ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। শেষ ১৭ ইনিংসে ১১.৮ গড়ে কেবলমাত্র ২০১ রান বানাতেই সক্ষম হয়েছে রোহিত। তার এই ছন্দ হারানো বিষয়টি মানতে পারছে না নেটিজেনরা।
দেখেনিন টুইট
Selfless 2 runs 💪
— 🎰 (@StanMSD) February 6, 2025
Well played rohit sharma
— Ankit Verma (@TechAndCricket) February 6, 2025
But he gets angry when questioned about his recent form? Retire with your head held high.
— Naveen (@_naveenish) February 6, 2025
done with those practice session video and photos when in actual match.. ye sa hoga
— SG (@SoumyaGeetha) February 6, 2025
The Frustration we get to go through every match.. be ODI or Test!
— SG (@SoumyaGeetha) February 6, 2025
vadapav khau raat bhar run bnau jhaat bhar
— diveshchaudh@ry (@diveshchaudhry8) February 6, 2025