“চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডোবাবে…” রঞ্জির দুই ইনিংসে ব্যার্থ রোহিত শর্মা, সমাজ মাধ্যমে হলেন চরম ট্রোল !! 1

ফর্মে ফিরতে রঞ্জি ট্রফিকে বেছে নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তারকা খেলোয়াড় রঞ্জি ট্রফিতে দীর্ঘ ১০ বছর পর প্রথম ম্যাচ খেলছেন। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রোহিতের ব্যাট ছিল নিতান্তই শান্ত। প্রথম ইনিংসে নিজের পছন্দের পুল খেলতে গিয়ে হারিয়েছিলেন নিজের উইকেট। বিগত কয়েক মাস ধরে লাল বলে পছন্দের শট পিচ বল রোহিতের ব্যর্থতা হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া সফরে কেবলমাত্র ৩১ রান এসেছিল হিটম্যানের ব্যাট থেকে। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও তিন ম্যাচে ১০০ রানের গন্ডি টপকাতে পারেননি রোহিত। তার এই চূড়ান্ত ব্যর্থতার পর ঘরোয়া রঞ্জি দল মুম্বইয়ের হয়ে রোহিতকে অনুশীলন করতে দেখা গিয়েছিল, এরপর তাকে আবার ময়দানে নামতে দেখা গেল।

জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে এসে মুম্বইয়ের ব্যাটিংকে তছনছ করে দেয় জম্মু কাশ্মীরের বোলাররা। মাত্র ৩৩.২ ওভারে শেষ হয়েছিল মুম্বইয়ের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে মাত্র ৩ রানে শেষ হয়েছিল রোহিতের ব্যাটিং, এরপর দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক হওয়ার কথা ভেবে নিয়েছিলেন রোহিত। প্রথম ইনিংসে আউট হওয়া সেই উমর নাজিরকে পরিচিত পুল শটে ছক্কা হাঁকান, ছাড় পাননি আকিব নবি এবং যুধবীর সিংহরাও। ৩৫ বলের ইনিংসে দুটি চার ও ৩ টি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। ২৮ রানের বেশি করতে পারলেন না ভারত ক্যাপ্টেন। এক দশক পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও খারাপ দশা কাটল না হিটম্যানের। প্রথম ইনিংসে ১৯ বলে ৩ রান বানিয়েছিলেন তিনি তবে দ্বিতীয় ইনিংসে তিনি রান পেলেও কোনো বড় রান দেখা গেল না তার ব্যাট থেকে।

রঞ্জির দ্বিতীয় ইনিংসে ব্যার্থ রোহিত

Rohit sharma
Rohit Sharma | Image: Twitter

যদিও এর আগে ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতেন রোহিত। চতুর্থ ওভারেই পেসার উমর নাজিরকে ক্যাচ দিয়েছিলেন রোহিত। তবে ফলো থ্রুতে ক্যাচ ধরতে ব্যার্থ হয়েছিলেন তিনি। তারপর দ্রুত রান বানাতে গিয়ে যুধবীরের বলে এক হাতে ক্যাচ তুলে দেন রোহিত এবং হারিয়ে ফেলেন নিজের উইকেট। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ক্যাপ্টেন রোহিতের এহেন পারফ্যান্স যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়লেন রোহিত।

দেখেনিন টুইট

Read Also: Rohit Sharma: রোহিতের পছন্দেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যশস্বী, সুযোগ প্রাপ্য ছিলো এই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *