ফর্মে ফিরতে রঞ্জি ট্রফিকে বেছে নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তারকা খেলোয়াড় রঞ্জি ট্রফিতে দীর্ঘ ১০ বছর পর প্রথম ম্যাচ খেলছেন। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রোহিতের ব্যাট ছিল নিতান্তই শান্ত। প্রথম ইনিংসে নিজের পছন্দের পুল খেলতে গিয়ে হারিয়েছিলেন নিজের উইকেট। বিগত কয়েক মাস ধরে লাল বলে পছন্দের শট পিচ বল রোহিতের ব্যর্থতা হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া সফরে কেবলমাত্র ৩১ রান এসেছিল হিটম্যানের ব্যাট থেকে। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও তিন ম্যাচে ১০০ রানের গন্ডি টপকাতে পারেননি রোহিত। তার এই চূড়ান্ত ব্যর্থতার পর ঘরোয়া রঞ্জি দল মুম্বইয়ের হয়ে রোহিতকে অনুশীলন করতে দেখা গিয়েছিল, এরপর তাকে আবার ময়দানে নামতে দেখা গেল।
জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে এসে মুম্বইয়ের ব্যাটিংকে তছনছ করে দেয় জম্মু কাশ্মীরের বোলাররা। মাত্র ৩৩.২ ওভারে শেষ হয়েছিল মুম্বইয়ের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে মাত্র ৩ রানে শেষ হয়েছিল রোহিতের ব্যাটিং, এরপর দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক হওয়ার কথা ভেবে নিয়েছিলেন রোহিত। প্রথম ইনিংসে আউট হওয়া সেই উমর নাজিরকে পরিচিত পুল শটে ছক্কা হাঁকান, ছাড় পাননি আকিব নবি এবং যুধবীর সিংহরাও। ৩৫ বলের ইনিংসে দুটি চার ও ৩ টি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। ২৮ রানের বেশি করতে পারলেন না ভারত ক্যাপ্টেন। এক দশক পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও খারাপ দশা কাটল না হিটম্যানের। প্রথম ইনিংসে ১৯ বলে ৩ রান বানিয়েছিলেন তিনি তবে দ্বিতীয় ইনিংসে তিনি রান পেলেও কোনো বড় রান দেখা গেল না তার ব্যাট থেকে।
রঞ্জির দ্বিতীয় ইনিংসে ব্যার্থ রোহিত
যদিও এর আগে ১ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতেন রোহিত। চতুর্থ ওভারেই পেসার উমর নাজিরকে ক্যাচ দিয়েছিলেন রোহিত। তবে ফলো থ্রুতে ক্যাচ ধরতে ব্যার্থ হয়েছিলেন তিনি। তারপর দ্রুত রান বানাতে গিয়ে যুধবীরের বলে এক হাতে ক্যাচ তুলে দেন রোহিত এবং হারিয়ে ফেলেন নিজের উইকেট। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর ক্যাপ্টেন রোহিতের এহেন পারফ্যান্স যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়লেন রোহিত।
দেখেনিন টুইট
Not an ideal. I don't know why he is playing like Rishabh Pant in this inning
— Rosesh (@roseshpoet) January 24, 2025
Retire gracefully before you become a joke. 🙂..
— Jitesh (@MSdhoni_fan_) January 24, 2025
Fans will hope to see him find his rhythm in upcoming matches!
— The India Info (@theindiainfocom) January 24, 2025
Was in good touch today , but could not convert it into a big score
— Gurjinder Bal (@Gurjind56659796) January 24, 2025
Saw this innings, approach to play shots worked and he connected well. Looked decent but he has to get big score. Must play the next game as well and see where he Stands and if he can get big one.
— Cricket Vibes_Arjav (@IamArjav) January 24, 2025
According to the cricket expert @tareniasubrat, BCCI is in search of the School team against which King Rohit sharma can hit the double century.
— 𝕏ena J.Gill (@JaiShreeRam90) January 24, 2025
He played just lik tailenders
Hitting sixes in test cricket is not a good batting
Intent merchant tried to sell But failed miserably— UnSpoken Echoes (@Unspoken_Echoes) January 24, 2025