“অবসর হলো সেরা বিকল্প…” লাগাতার ব্যার্থ রোহিত শর্মা, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !! 1

Rohit Sharma: শুরু হয়েছে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। চতুর্থ দিনের খেলায় টিম ইন্ডিয়া আপাতত কিছুটা ছন্দে ফিরেছে। গতকাল ৫১ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন সমাপ্ত করেছিল টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শুরুতে ভারতের রুদ্ধশ্বাস বোলিং পারফরমেন্সের পর দিন শেষে যেভাবে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সমস্যার মুখে পড়তে দেখা গিয়েছে তা নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। তৃতীয় টেস্টের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও স্টিভেন স্মিথ শতরান হাঁকিয়ে ৪৪৫ রান খাড়া করে ভারতের বিপক্ষে।

তৃতীয় টেস্টে আবার ব্যার্থ রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma | Image: Twitter

ভারত প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে একেরপর এক উইকেট হারাতে শুরু করে। প্রথম ওভারেই জয়সওয়াল (Yashasvi Jaiswal) স্টার্কের বলে ফ্লিক করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। এরপর ব্যাটিং করতে আসা শুভমান গিলও জলদি প্যাভিলিয়নে ফেরেন। বিরাট কোহলির খারাপ ফর্ম ছিল অব্যহত। ব্যাট হাতে ৩ রান বানাতে সক্ষম হয়েছিলেন কোহলি। জলদি টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে ফেলে ভারত। দিন শেষে নিজের উইকেটক হারিয়ে ফেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গতকাল রাহুল ও রাহুল ছিলেন ভারতের জুটির শেষ ভরসা।

Read More: IND vs AUS 3rd Test: “ওর সমস্যাটা আসলে…” বিরাট ব্যর্থতার ময়নাতদন্ত করলেন ম্যাথু হেডেন !!

আজকের দিনের শুরুতে বেশ চাপের মুখে দেখা যায় ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma)। আবার একবার বিপক্ষ দলের ক্যাপ্টেন প্যাট কামিন্সের (Pat Cummins) বলে উইকেট হারান নিজের। ভারতীয় দলের অধিনায়ককে মাত্র ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। তার এই লাগাতার ব্যার্থ পারফরমেন্সের জন্য সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Rohit Sharma: “মাথার গণ্ডগোল নাকি?…” বৃষ্টিভেজা ব্রিসবেনে বিরক্ত রোহিত, অধিনায়কের অগ্নিবাণে বিদ্ধ আকাশ দীপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *