জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ, আগামীকাল আইপিএল ২০২৫-এর (IPL 2025) মঞ্চে ১১তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস (RR vs CSK)। আগামীকালের ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এবারের আইপিএলে প্রতি ম্যাচ শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটেই শুরু হয়েছিল আইপিএলের ১৮তম মৌসুম।
গুয়াহাটিতে নৃত্য পরিবেশন করবেন সারা আলী খান

যদিও বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে রাজস্থান। আর এদিনেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম যা রাজস্থান দল তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে সেখানে ৩০শে মার্চ রাজস্থান রয়্যালস (RR) বনাম চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে ম্যাচের আগে বলিউড অভিনেত্রী সারা আলি খান নৃত্য পরিবেশন করবেন।
Read More: IPL 2025: “২-৩টি ছয় মেরে ভক্তদের বোকা বানাচ্ছেন..” বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর ধোনিকে তীব্র আক্রমণ ভক্তদের !!
এদিন গুয়াহাটিতে হতে চলা সারা আলি খানের নৃত্য পরিবেশনার জন্য রাজস্থান রয়্যালস দলের তারকা খেলোয়াড় রিয়ান পরাগ (Riyan Parag) ব্যাপক ভাবে ট্রোলড হচ্ছেন। অতীতে রিয়ান পরাগের করা একটি ভুলের কারণে ভক্তরা তাকে ভয়াবহভাবে ট্রোল করেছেন। আসলে, ২০২৪ সালের আইপিএলের পর রিয়ান পরাগ এবং সারা আলি খানের সাথে সম্পর্কিত একটি বিষয় ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল।
সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছেন রিয়ান পরাগ

রিয়ান পরাগ তার মোবাইল ফোনে সারা আলি খান এবং অভিনেত্রী অনন্যা পান্ডে সম্পর্কে গুগলে সার্চ করেছিলেন যা সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। তার পর থেকেই পরাগকে বেশ ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল। এবার বিসিসিআই গুয়াহাটিতে সারা আলী খানকে আনার পরিকল্পনা করেছে যার পর থেকে সমাজ মাধ্যমে পরাগকে নিয়ে চর্চা শুরু হয়েছে। বেশ কিছু নেটিজেনের মতে, “অপেক্ষা করতে পারছি না এই ম্যাচে রিয়ানের ব্যাট থেকে ২০০ দেখার।” কেউ লিখেছেন, “লিখে দিচ্ছি, রিয়ান পরাগ একাই খেলবেন।” আবার কেউ মজার ছলে লিখেছেন, “তিনিও (সারা) পরাগের পায়ে এসে মাথা ঠেকাবেন।“
দেখেনিন টুইট
Most overrated Bollywood actress; she cannot dance, act, or even drive Saif to the hospital😂
— Dr Shaurya Garg (@DrShauryaGarg) March 28, 2025
I have 2 big reason to watch this pic.twitter.com/cMTUIpUsh8
— Vivek Jayswal (@Vivekjayswal123) March 28, 2025
— SY (@CtrlAltWe) March 28, 2025
Riyan Parag in the dressing room : pic.twitter.com/ta0UMmLajI
— UmdarTamker (@UmdarTamker) March 28, 2025
Riyan Parag: pic.twitter.com/05MBI5pPM4
— Shubham Sakhuja (@ishubhamsakhuja) March 28, 2025
Riyan parag pic.twitter.com/aHwkT7rby9
— Sumit (@evilinhiseyes) March 28, 2025
He's ready 💥💥 pic.twitter.com/0cMAu0tJA3
— 𝘼𝘽𝙃𝘼𝙔🕊️ (@abhay_tweetzz) March 28, 2025