“সব টাকা জলে গেল…” দিল্লির বিরুদ্ধে খাতা খুললো না পন্থের, সমাজ মাধ্যমে হলেন ব্যাপকভাবে ট্রোল !! 1

পুরানো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হলেন তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। আজ বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস বনাম লখনৌ সুপার জায়ান্টস দলের লড়াইটা বেশ জমে উঠেছে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী রয়েছে ক্রিকেট ভক্তরা। গত দুই দিন ধরে মোট তিনটি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে।

আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। এবারের আইপিএলে পন্থ দিল্লি ছাড়াতেই দলের গুরুদায়িত্ব এসে পড়ে অক্ষরের কাঁধে। অন্যদিকে, নিলামের মঞ্চে ঋষভ পন্থকে দলে শামিল করে লখনৌ সুপার জায়ান্টস। ২৭ কোটি টাকাতে দিল্লির থেকে নিলাম টেবিলে পন্থকে জেতে লখনৌ।

Read More: “না জিতলে বসের বকুনি ফ্রি…” দিল্লির সামনে ২১০ রানের টার্গেট রাখলো লখনৌ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Getty Images

পন্থ দিল্লি থেকে লখনৌ দলে শামিল হন এবং রাহুলকে নিলামের মঞ্চে কিনে বাজিমাত করে দিল্লি ক্যাপিটালস। লখনৌ ছেড়ে রাহুল নতুন ফ্রাঞ্চাইজিতে যোগদান করার পরেই ২৭ কোটির পন্থকে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেয় ফ্রাঞ্চাইজি। আজ দুই দলের মধ্যেই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। চোট সমস্যায় ভুগতে থাকা লখনৌ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে পন্থকে। আজকে ম্যাচের কথা বলতে গেলে, ওপেনিং করতে এসে মিচেল মার্স (Mitchell Marsh) এবং এইডেন মার্করামের (Aiden Markram) মধ্যে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।

পরে নিকোলাস পুরানের সঙ্গে ৪২ বলে ৮৭ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে তাঁদের। ৩৬ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন মার্স। তারপরেই ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ম্যাচেই ছন্দ খুঁজে পেলেন না পন্থ। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে লখনৌ দলের নতুন অধিনায়ককে। পন্থ আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Rishabh Pant: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” টেবিল চাপড়ে চিৎকার পন্থের, আক্রমণের নিশানায় সুনীল গাওস্কর ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *