“যখন গরিব ছিল তখন ভালো ছিলো…” আইপিলের মঞ্চে চূড়ান্ত ভাবে ব্যার্থ রিংকু সিংহ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

Rinku Singh: গতকাল কলকাতা নাইট রাইডার্স দলকে পরাস্ত করে এবারের আইপিএলের মঞ্চে খাতা খুললো ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল, ঠিক তেমনই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল দল। ২০২৪ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে আইপিএল শিরোপা জয় করেছিল কলকাতা। ট্রফি জয় করার পর নাইট রাইডার্স দল একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দলের গুটিকয়েক স্টার প্লেয়ারদের বাদ দিয়ে বাঁকি খেলোয়াড়রা অন্য দলের হয়ে খেলতে দেখা যাচ্ছে।

ছন্দ পতন ঘটেছে রিংকুর

Ipl 2025, rinku singh
Rinku Singh | Image: Getty Images

নাইট রাইডার্স দল এবারের আইপিএলে প্রথম রিটেন ওয়ালা প্লেয়ার হিসাবে রিংকু সিংকে (Rinku Singh) ধরে রেখেছিল। ৫৫ লক্ষ টাকার রিংকুর দর হঠাৎ করে বেড়ে হয়ে যায় ১৩ কোটি। রিংকুকে ১৩ কোটি টাকার মূল্যে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর ভক্তদের ধারণা কোটিপতি হওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছে রিংকুর। ১৮তম আসরে এখনও পর্যন্ত রিংকু সিংয়ের (Rinku Singh) পুরনো জাদু দেখা যায়নি। নাইট রাইডার্স দলের হয়ে প্রথম ম্যাচে তারকা ব্যাটসম্যান ব্যর্থ হন। দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি, এরপর মুম্বইয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে চূড়ান্ত ভাবে ব্যার্থ হয় রিংকু। যে কারণে, সোশ্যাল মিডিয়ায় মানুষ অদ্ভুতভাবে রিংকু কে ট্রোল করছে। অনেক ব্যবহারকারী লিখেছেন যে, ‘রিংকু সিং যখন দরিদ্র ছিলেন তখন তিনি আরও ভালো খেলতেন। এখন যেহেতু সে ধনী হয়ে গেছে, তিনি আশানুরূপ পারফর্ম করতে পারছে না।

Read More: Rinku Singh: রিংকু সিং আউট হতেই কান্নায় ভেঙে পড়লেন সুহানা খান, ভাইরাল ভিডিও !!

চলতি আইপিএলে ব্যার্থ রিংকু সিংহ

Ipl 2025
Rinku Singh | Image: Getty Images

আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কলকাতা এবং ব্যাঙ্গালুরুর মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে রিংকু সিং বিশেষ কিছু করতে ব্যর্থ হন। ১০ বলে তার ব্যাট থেকে মোট ১২ রান এসেছিল। এরপর ক্রুনাল পান্ডিয়া তাকে ক্লিন বোল্ড করেন। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ১৪ বলে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রিংকু। এই সেই রিংকু যিনি কিনা এক ওভারে টানা ৫টি ছক্কা মারার পর খবরের শিরোনামে উঠে এসেছিলেন। মৌসুমের প্রথম ম্যাচে ম্যাচে ব্যর্থ হওয়ার পর, ভক্তরা তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025 MI vs KKR match Highlights: ওয়াংখেড়েতে অশ্বনী কুমারের ক্যারিশমায় ৮ উইকেটে কলকাতাকে হারালো মুম্বাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *