IPL 2025:রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ব্যার্থ হলো রাজস্থান রয়্যালস। ১১ রানে জয় সুনিশ্চিত করে নিলো RCB ব্রিগেড। ঘরের মাঠে এই মৌসুমে প্রথম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস দলের ক্যাপ্টেন রিয়ান পরাগ (Riyan Parag)। ঘরের মাঠে প্রথম বারের জন্য ফিলিপ সল্ট ও বিরাট কোহলির মধ্যে একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। ব্যাট হাতে সল্ট ২৩ বলে চারটি চারে ২৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে এগিয়ে আসলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ৪২ বলে ৮টি চার এবং ২টি ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন কোহলি। তিনে ব্যাটিং করতে এসে আবার একবার রাজস্থানের বিরুদ্ধে অর্ধ-শতরান হাঁকালেন দেবদত্ত পাড়িক্কল। শেষের দিকে টিম ডেভিডের ২৩ এবং জিতেশ শর্মার ২০ রানের দুরন্ত ইনিংসে ৫ উইকেটে ২০৫ রান বানায় RCB।
ঘরের মাঠে প্রথম জয় পেল RCB

জবাবে ব্যাটিং করতে এসে রাজস্থান রয়্যালস দলের হয়ে ওপেনিং করতে আসা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে দেন। ৪.২ ওভারে বৈভব সূর্যবংশীকে ১২ বলে ১৬ রানে প্যাভিলিয়নে ফেরান ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। প্রথম ছয় ওভারে ৭২ রান বানিয়ে ফেলে রাজস্থান। ভালো শুরু করেও আবার একবার রাজস্থানের ব্যাটিং বিপর্যয় দেখা যায়। ১৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান বানান জয়সওয়াল এবং হ্যাজেলউডের শিকার হন। ২২ বলে ২৮ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন নীতিশ রানা (Nitish Rana)। ১০ বলে ২২ রানের ইনিংস খেলেন রিয়ান পরাগ।
শেষের দিকে চেষ্টা চাহাল ধ্রুব জুড়েল। এক পরিস্থিতিতে ১২ বলে ১৮ রানের প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের তবে। সেই রান আবার তুলতে ব্যার্থ হন রাজস্থানের ব্যাটসম্যানরা। এই মৌসুমে টানা পঞ্চম ম্যাচ হারলো রাজস্থান। ধ্রুব জুড়েল ৩৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রান বানান। পাশাপশি, হেটমায়ার ৮ বলে ১১, শুভম দুবে ৭ বলে ১১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। রাজস্থানের এই পরাজয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।