আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৩৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বেশ দেরি হয়েছিল আজকে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে একেরপর এক উইকেট হারাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। RCB-এর হয়ে ওপেনিং করতে এসে ফিলিপ সল্ট আবার একবার বাউন্ডারির মাধ্যমে তার ইনিংসের শুভ সূচনা করেন। তবে প্রথম ওভারেই অর্ষদীপ সিংয়ের বলে উইকেট হারিয়ে ফেলেন তিনি। এমনকি কিং কোহলির ব্যাট ছিল শান্ত। মাত্র ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। তিন ওভারের মধ্যেই দুটি উইকেট হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু দল।
পাঞ্জাবের সামনে ৯৬ রানের টার্গেট রাখলো RCB

তিনে ব্যাটিং করতে এসে ক্যাপ্টেন রজত পতিদার (Rajat Patidar) ১৮ বলে ১টি চার ও ১টি ছক্কায় ২৩ রান বানিয়ে জুজুবেন্দ্র চাহালের শিকার হন। চারে ব্যাটিং করতে নেমে আবার একবার ব্যার্থ লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। ৬ বলে ৪ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন নিজের। মাত্র ৩৩ রানেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। একের পর উইকেট হারাতে শুরু করে ব্যাঙ্গালুরু। দলের হয়ে সর্বাধিক ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড (Tim David)। কঠিন সময়ে দলের মান বাঁচান ডেভিড। ৬৩ রানে ৯ উইকেট হারানোর পর দলকে নির্ধারিত ১৪ ওভারে ৯৫ রাঁর পৌঁছে দেন ডেভিড। পাঞ্জাব কিংসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অর্ষদীপ সিং, মার্কো জেনসেন, জুজুবেন্দ্র চাহাল ও হারপ্রীত ব্রার ও এক উইকেট পেয়েছেন জেভিয়ার বারলেট।
Read More: IPL 2025: “সম্মান ধুলোয় মিশিয়ে দিলো…” পাঞ্জাবের সাথে ব্যাট হাতে ব্যার্থ কোহলি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ব্যাঙ্গালুরুর ফ্লপ ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। এক ভক্তের দাবি, “এরা প্রতি বছর ব্যাটসম্যানদের জন্যই হারে।” কোহলির ব্যাটিং দেখে রুষ্ট হয়ে এক ভক্ত লিখেছেন, “একটু মেরে খেলতে গেলেই আউট হবেই।” টিম ডেভিডের ব্যাটিংয়ে মুগ্ধ আজ নেট মাধ্যম। এক ভক্ত লিখেছেন, “ডেভিড না থাকলে আজকে ৪৯’এর রেকর্ডটা ভেঙে যেত।” আর এক ভক্ত লিখেছেন, “মান বাঁচলো ডেভিড নাহলে এরা (RCB) নিজেদের জাত চিনিয়েই দিয়েছিল।” অন্য এক ভক্ত লিখেছেন, “এরা (RCB) পুরো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির মতন, ঘরের মাঠে নিজেরাই ভিজে বেড়াল।“