“হারানো ফর্ম ফিরে পেল…” দিল্লির সামনে ১৬৩ রানে শেষ হলো RCB’এর ব্যাটিং সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: ঘরের মাঠে আবার ব্যাকফুটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। আজ আইপিএল ২০২৫’এর মঞ্চে ২৪ তম ম্যাচে রয়্যাল চালরঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি পরস্পর তাদের তিনটি ম্যাচ জিতে চিন্নাস্বামীতে পৌঁছেছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স দল গত ম্যাচে মুম্বইকে পরাস্ত করে ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলছে। এর আগে, গুজরাতের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স দল তাদের প্রথম ঘরের ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে অবশ্য ১৬৯ রানে শেষ হয়েছিল RCB’এর ব্যাটিং এবং খুব সহজেই ৮ উইকেট বাঁচিয়ে রেখে জয় সুনিশ্চিত করেছিল গুজরাত দল।

আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দুরন্ত সূচনা করেছিলেন RCB দলের দুই ওপেনার। ফিলিপ সল্ট (Philip Salt) পাওয়ার প্লের ভিতর ১৭ বলে ৪টি চার এবং ৩টি ছক্কায় ৩৭ রান বানান। তবে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে যান তিনি। সল্ট আউট হতেই যেন ঝিমিয়ে যায় দিল্লির ব্যাটিং। পাওয়ার প্লের ভিতরেই ৮ বলে মাত্র ১ রান বানিয়ে আউট হন পাদিক্কাল।

Read More: IPL 2025: “কিছু বললেই ঝামেলা…” প্রকাশ্যে KKR-এর কোন্দল, অধিনায়কত্ব ছাড়ছেন অজিঙ্কা রাহানে !!

১৬৩ রানে শেষ হয়েছে RCB’এর ইনিংস

Ipl 2025
RCB vs DC | Image: Getty Images

কিং কোহলি ১৪ বলে ২২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ক্যাপ্টেন রজত পতিদার ২৩ বলে ২৫, ক্রুনাল পান্ডিয়া ১৮ বলে ১৮ এবং দলের হয়ে যৌথভাবে সর্বাধিক ৩৭ রানের ইনিংস এসেছে টিম ডেভিডের (Tim David) ব্যাট থেকে। ঘরের মাঠে কেবলমাত্র ১৬৩ রানে শেষ হয়েছে ব্যাঙ্গালুরুর ব্যাটিং। দিল্লির হয়ে সর্বাধিক দুটি করে উইকেট পেয়েছেন বিপ্রজ নিগম ও কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন মোহিত শর্মা ও মুকেশ কুমার। RCB- দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

এক ভক্ত টুইট করে লিখেছেন, ‘ঘরের মাঠে আসলেই RCB ভিজে বেড়াল হয়ে যায়।’ অন্য এক ভক্তের দাবি, ‘বিরাট কোহলি এবং রান আউটের মধ্যে মধুর প্রেম রয়েছে।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘স্বার্যপর কোহলির জন্য আউট হয়েছেন সল্ট।

দেখনিন টুইট চিত্র

READ ALSO: IPL 2025: ব্যাট হাতে বেঙ্গালুরুর মান বাঁচালেন টিম ডেভিড, দিল্লী’র বিরুদ্ধে স্কোরবোর্ডে ১৬৩ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *