"ট্রফি জয় নিশ্চিত..." দিল্লির বিরুদ্ধে একটানা ৫ ম্যাচ জিতে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং RCB !! 1

IPL 2024: ৫ ম্যাচে ৫ জয় নিয়ে আপাতত প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। দিল্লিকে ৪৭ রানে পরাস্ত করে আশার আলো জাগিয়ে রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে জলদ দুই ওপেনারকে হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু দল। ক্যাপ্টেন ফফের (Faf Du Plesis) খাতায় যোগ হয় ৭ রান এবং বিরাট কোহলি (Virat Kohli) ২৭ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন।

কঠিন সময়ে আবার একবার দলের হয়ে অর্ধ-শতরান (৫২) হাঁকালেন রজত পতিদার (Rajat Patidar)। চলতি মরশুমে পঞ্চমবার এই কীর্তিমান রচনা করেলেন রজত। পাশাপশি উইল জ্যাকস (Will Jacks) বানিয়েছেন ৪১ রান ও ক্যামেরন গ্রিনের (Cameron Green) ব্যাট থেকে এসেছে ৩২ রান। প্রথমে ব্যাটিং করে ব্যাঙ্গালুরু দল ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান বানায়।

Read More: IPL 2024: হারের হ্যাট্রিক রাজস্থানের, হোম ম্যাচে দুই পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এগোলো চেন্নাই !!

১৪০’রানেই শেষ হলো দিল্লির ব্যাটিং

Ipl 2024, rcb vs dc
RCB vs DC | Image: Getty Images

রান তাড়া করতে এসে প্রথম ছয় ওভারেই ৪ জন দিল্লির ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। দলের হয়ে সর্বাধিক ৫৭ রানের ইনিংস খেলেন আজকের ম্যাচের জন্য মনোনত ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ৩৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ৫৭ রানের একটি ক্যাপ্টেনস নক খেলেন অক্ষর। অক্ষর ব্যাতিত বাঁকি কোনো ব্যাটসম্যানই ৩০’এর গন্ডি টপকাতে পারেননি।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটি বানান শাই হোপ (Shai Hope), ২৩ বলে ৪টি চারের বিনিময়ে ২৯ রান বানান হোপ এবং ওপেনার জেক-ফ্রেজার-মাগরুক (Jake Fraser-McGurk) ৮ বলে ২১ রানের বিধ্বংসী ইনিংস খেলে রান আউট হয়ে যান। ব্যাঙ্গালুরুর বোলারদের সামনে ফিকে পরে যায় দিল্লি দলের ব্যাটিং। ১৯.১ ওভারের মধ্যেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস, ১৪০ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে সৌরভ-পন্টিং’দের দিল্লি।

ব্যাঙ্গালুরু দলের সামনে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে বাঁকি রয়েছে একটি ম্যাচ, যে ম্যাচে রান রেট বজায় রেখে চেন্নাইকে হারাতে পারলে প্লে-অফে পৌঁছে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। আজকের RCB’র জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লির বিরুদ্ধে ১৮৮ রানের টার্গেট রাখলো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *