“সঠিক জায়গায় পয়সা ব্যয়…” মুস্তাক আলীতে ঝড় রাহানের, সমাজ মাধ্যমে চর্চা KKR'এর !! 1

কিছুদিন আগেই সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২৫-এর নিলাম। নিলামের মঞ্চে মুম্বইয়ের ব্যাটার অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) তার ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে করেছে শামিল। জানা গিয়েছিল রাহানেকে দলে শামিল করার পিছনে বড় কারণ ছিল তার অধিনায়কত্বের অভিজ্ঞতা। ভারত কিংবা মুম্বাই দলের হয়ে আগেও অধিনায়কত্ব করেছেন রাহানে। রাজস্থান রয়্যালস দলে খেলা চলাকালীন রাহানে আইপিএলের মঞ্চেও অধিনায়কত্ব করেছেন। মেগা নিলামে রাহানেকে দলে নেওয়ার পর যেন ছন্দ ফিরে পেয়েছেন তারকা ব্যাটসম্যান।

মুস্তাক আলীতে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহানে

Rahane
Ajinkya Rahane | Image: Twitter

অজিঙ্কা রাহানে লাল বলের প্রভাবশালী খেলোয়াড় হিসেবে পরিচিত। তবে বিগত ২-৩ বছর তিনি সাদা বলেও নিজেকে প্রমান দিচ্ছেন। ২০২২ সালের মেগা নিলামেও কলকাতা নাইট রাইডার্স দলে ঠাঁই হয়েছিল রাহানের। তবে ফর্মের অভাবে পরের মৌসুমেই বাদ পড়েছিলেন। পরে ২০২৩ সালে চেন্নাই দলে শামিল হয়ে নিজের জাত চিনিয়ছিলেন তারকা ব্যাটসম্যান। আইপিএলের মেগা নিলামে কেকেআর দলে নেওয়ার পরেই মুস্তাক আলির ৫ ম্যাচে ব্যাটিং করতে নেমে চারটি ম্যাচেই অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বুধবার কোয়ার্টার ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে রাহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দৌলতে মুম্বাই দল সেমিফাইনালে পৌঁছিয়েছে।

Read More: মাঠের মধ্যে মেজাজ হারালেন নীতিশ রানা, বিপক্ষ দলের ক্যাপ্টেনকে দিলেন গালি !!

মুস্তাক আলিতে বিদর্ভকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে মুম্বই। এই ম্যাচে মুম্বইয়ের জয়ের পিছনে সবথেকে বড় কীতৃত্ব তারকা ওপেনার অজিঙ্কা রাহানের। তিনি ৮৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। ৪৫ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৪ রান বানিয়েছেন তিনি। এরআগে তিনি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫২ এবং কেরলের বিরুদ্ধে ৬৮ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। তার এই দুর্ধর্ষ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। প্রসঙ্গত, রাহানেকে KKR দলে শামিল করার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল, তবে সব সমালোচনার উত্তর তাকে ব্যাট হাতেই দিতে দেখা যাচ্ছে। আপাতত মুস্তাক আলীতে রাহানে (Ajinkya Rahane) ৭ ম্যাচে ৫৫.৬৭ গড়ে ৩৩৪ রান বানিয়েছেন।

দেখেনিন টুইট

Read Also: Ajinkya Rahane: তৃতীয় টেস্টের জন্য নয়া দল ঘোষণা বোর্ডের, ডাক পাচ্ছেন রাহানে-পূজারা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *