কিছুদিন আগেই সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২৫-এর নিলাম। নিলামের মঞ্চে মুম্বইয়ের ব্যাটার অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) তার ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে করেছে শামিল। জানা গিয়েছিল রাহানেকে দলে শামিল করার পিছনে বড় কারণ ছিল তার অধিনায়কত্বের অভিজ্ঞতা। ভারত কিংবা মুম্বাই দলের হয়ে আগেও অধিনায়কত্ব করেছেন রাহানে। রাজস্থান রয়্যালস দলে খেলা চলাকালীন রাহানে আইপিএলের মঞ্চেও অধিনায়কত্ব করেছেন। মেগা নিলামে রাহানেকে দলে নেওয়ার পর যেন ছন্দ ফিরে পেয়েছেন তারকা ব্যাটসম্যান।
মুস্তাক আলীতে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহানে
অজিঙ্কা রাহানে লাল বলের প্রভাবশালী খেলোয়াড় হিসেবে পরিচিত। তবে বিগত ২-৩ বছর তিনি সাদা বলেও নিজেকে প্রমান দিচ্ছেন। ২০২২ সালের মেগা নিলামেও কলকাতা নাইট রাইডার্স দলে ঠাঁই হয়েছিল রাহানের। তবে ফর্মের অভাবে পরের মৌসুমেই বাদ পড়েছিলেন। পরে ২০২৩ সালে চেন্নাই দলে শামিল হয়ে নিজের জাত চিনিয়ছিলেন তারকা ব্যাটসম্যান। আইপিএলের মেগা নিলামে কেকেআর দলে নেওয়ার পরেই মুস্তাক আলির ৫ ম্যাচে ব্যাটিং করতে নেমে চারটি ম্যাচেই অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বুধবার কোয়ার্টার ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে রাহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দৌলতে মুম্বাই দল সেমিফাইনালে পৌঁছিয়েছে।
Read More: মাঠের মধ্যে মেজাজ হারালেন নীতিশ রানা, বিপক্ষ দলের ক্যাপ্টেনকে দিলেন গালি !!
মুস্তাক আলিতে বিদর্ভকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে মুম্বই। এই ম্যাচে মুম্বইয়ের জয়ের পিছনে সবথেকে বড় কীতৃত্ব তারকা ওপেনার অজিঙ্কা রাহানের। তিনি ৮৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। ৪৫ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৪ রান বানিয়েছেন তিনি। এরআগে তিনি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫২ এবং কেরলের বিরুদ্ধে ৬৮ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। তার এই দুর্ধর্ষ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। প্রসঙ্গত, রাহানেকে KKR দলে শামিল করার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল, তবে সব সমালোচনার উত্তর তাকে ব্যাট হাতেই দিতে দেখা যাচ্ছে। আপাতত মুস্তাক আলীতে রাহানে (Ajinkya Rahane) ৭ ম্যাচে ৫৫.৬৭ গড়ে ৩৩৪ রান বানিয়েছেন।
দেখেনিন টুইট
Bro deserves another chance in ICT with backing he still has more to offer than idolo
— Honest Kohli Fan❤️💚 (@49_all_out) December 11, 2024
Ajinkya Rahane comeback possible in Indian team after his recent performance in Syed mushtaq Ali trophy 🏆??
— Akshay 🏏 🇮🇳 (@Akshaycrickexx) December 11, 2024
Even though CSK left him, we are so happy for him. We hope he shines even brighter at KKR and lead them well. Forever a Superking!!
— 𝑻𝑯𝑨𝑳𝑨 (@Vidyadhar_R) December 11, 2024
Lets all of us share and buy him a ticket to Australia. With his technique he can be useful down under.
— sag patel (@patel_sag) December 12, 2024
He's a confidence batter
Jab runs lgte hai toh lgatar lgata hai jab nhi lgte toh lgatar nhi lgte 🙌
Let's hope he finishes his career on high 👍
— पप्पू हलवाई (@pappuhalwai123) December 11, 2024
Rahana planning for something
KKR will pick him in their playing 11🔥🔥🔥— Letsknowittogether (@Letsknowit07) December 11, 2024