'বিশ্বাস হচ্ছে না...', সানি লিওনির ছবি পোস্ট করে বিপাকে রবিচন্দ্রন অশ্বিন, শুরু জোর জল্পনা !! 1

আগামী ১৬ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ এর নিলাম (IPL 2026 Auction) এবার দেশের বাইরে বসতে চলেছে নিলামের আসর। এবারের নিলামে বেশ চমক দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এবারের নিলামে ভেঙে যেতে পারে ঋষভ পন্থের ২৭ কোটি টাকার রেকর্ডটিও। নিজের টুইটার প্রোফাইলে ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সম্প্রতি নিজের একটি নজরকাড়া পোস্ট করে ভক্তদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তিনি টুইটারে দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন – এক পাশে বলিউড অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone), আর অন্য পাশে চেন্নাইয়ের সাধু স্ট্রিটের একটি দৃশ্য।

পোস্টটি দেখে প্রথমে অনেকেই বিভ্রান্ত তৈরি হয়েছে। বেশ কিছু ভক্তের মতে অশ্বিন হয়তো মস্করা করছেন এবং অনেকের দাবি তিনি তাঁর মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। তবে কিছু ভক্ত দ্রুতই এর আসল অর্থ বুঝে নেন। আসলে, অশ্বিনের এই মজাদার পোস্ট ছিল তামিলনাড়ুর উদীয়মান অলরাউন্ডার সানি সান্ধুকে (Sunny Sandhu) উদ্দেশ্য করে। চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সানি সান্ধু সম্প্রতি দারুণভাবে আলোচনায় চলে এসেছেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ২২ বছরের এই ক্রিকেটার ৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ভক্তদের মতে, অশ্বিনের এই পোস্ট ছিল সানি সান্ধুকে নিয়ে। হয়তো অসীম মনে করছেন আইপিএলের মঞ্চে এবার বেশ মোটা অংকের টাকা পেতে পারেন তামিলনাড়ুর এই খেলোয়াড়। এর আগেও তিনি আইপিএল সংক্রান্ত বিভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন যেগুলি পরে বাস্তবেও পরিণত হয়েছে।

সমাজ মাধ্যমের শিরোনামে অশ্বিন

অশ্বিন
Ravichandran Ashwin | Image: Getty Images

ভারতের এই প্রাক্তন তারকা আগে থেকেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্টের জন্য পরিচিত। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) যখন অবসর নিয়ে কেকেআরের পাওয়ার কোচ হিসেবে দায়িত্ব নেন, ঠিক সেদিনই অশ্বিন আরেকটি রহস্যময় ছবি শেয়ার করে ভক্তদের হাসির খোরাক জুগিয়েছিলেন। সানি লিয়নির ফটো দেখে ভক্তদের মধ্যে বেশ উৎসাহ জেগে ওঠে। এক ভক্ত লেখেন, “অশ্বিন ভাই, মনে হচ্ছে আপনি ভুল অ্যাকাউন্টে পোস্ট করেননি, বরং ভুল মোড় নিয়েছেন।” আর এক ভক্ত লিখেছেন, কি হয়েছে অশ্বিন ভাই? অ্যাকাউন্ট বদলাতে ভুলে গিয়েছেন?” অন্য এক ভক্ত লিখেছেন, “অ্যাশ পোস্টে যেকোনো স্পাই সিনেমার চেয়েও বেশি স্তর রয়েছে।”

দেখেনিন টুইট

Read Also: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 দল ঘোষণা, বাদ ৯ জন তারকা-চোট কাটিয়ে ফিরলেন ‘মহা তারকা’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *